ETV Bharat / bharat

ফিরলেন NCP-র নিখোঁজ বিধায়করা, বললেন দলের সঙ্গে রয়েছি

author img

By

Published : Nov 24, 2019, 7:39 PM IST

Updated : Nov 24, 2019, 8:14 PM IST

শনিবার ভোররাতেই বদলে গেছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP ।  দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP ও NCP ৷ সেইসময়েই নাটকীয়ভাবে নিখোঁজ হন চার NCP বিধায়ক ৷ তাঁদের নামে মিসিং ডায়েরিও করা হয় ৷ আজ হদিশ পাওয়া যায় দৌলত দরোদার ৷ তিনি জানান দলপ্রধান শরদ পাওয়ারের সিদ্ধান্তে তিনি সমর্থন করেন ৷

দৌলত দরোদা

মুম্বই , 24 নভেম্বর : আজ বিকেলে হদিশ মিলল NCP বিধায়ক দৌলত দরোদার ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ তিনি জানালেন , শরদ পাওয়ারের সিদ্ধান্তে সমর্থন আছে তাঁর ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন আরও তিন NCP বিধায়ক ৷

শনিবার ভোররাতেই বদলে গেছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ । শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে BJP । দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে BJP ও NCP ৷ সেইসময়েই নাটকীয়ভাবে নিখোঁজ হন চার NCP বিধায়ক ৷ তাঁদের নামে মিসিং ডায়েরিও করা হয় ৷ আজ হদিশ পাওয়া যায় দৌলত দরোদার ৷ তিনি জানান, NCP প্রধান শরদ পাওয়ারের সিদ্ধান্তে তিনি সমর্থন করেন ৷ দলীয় নেতৃত্বের নেওয়া যে কোনও সিদ্ধান্তে তাঁর সমর্থন আছে ৷ তিনি আরও বলেন , "অজিত পাওয়ারকে সমর্থন করেছিলাম ৷ কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন তিনি ৷ BJP-র সঙ্গে জোট করেন ৷ "

দৌলত দরোদা আজ ফিরে আসার পর বলেন , "আমি এখন নিরাপদ ৷ দল পরিবর্তনের কোনও প্রশ্ন নেই ৷ যে সিদ্ধান্ত অজিত পাওয়ার ও শরদ পাওয়ার নেবেন আমার তাতে সমর্থন রয়েছে ৷ গুজব ছড়াবেন না ৷ "

NCP-র অন্য তিন বিধায়ক মনিক্রাও কোকাতে, অনিল পাটিল ও নিতিন পাওয়ারও গতকাল থেকে নিখোঁজ ছিলেন । তাঁরা আজ ফিরে আসেন ৷ তাঁরাও শরদ পাওয়ারকে সমর্থন করেছেন ৷ নিতিন পাওয়ার বলেন , " আমি আমার পরিবারকে দুশ্চিন্তা না করার অনুরোধ করব ৷ আমি দলের সঙ্গেই আছি ৷ "

আরও পড়ুন : পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিল : রবিশংকর প্রসাদ

NCP নেতা ছগান ভুজওয়াল বলেন , "দলের 49 জন বিধায়ক ছিলেন ৷ আরও একজন যোগ দিতে পারেন ৷ অজিত পাওয়ার দলে ফিরবেন না ৷ " ভুজওয়াল দাবি করেন , "49-50 জন বিধায়ক আমাদের সঙ্গে আছেন ৷ NCP-কংগ্রেস-শিব সেনা মহারাষ্ট্রে সরকার গঠন করবে ৷"

আরও পড়ুন : মহাজটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মসনদ

এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে 105 টি আসনেই থমকে গেছিল BJP । 56টি আসন পায় শিবসেনা । তবে, ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলে শিবসেনা । কিন্তু BJP দেবেন্দ্র ফড়নবিসকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্তে অনড় ছিল । BJP-র এই অবস্থানের জেরে পরবর্তীতে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে শিবসেনা । কোনও দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করতে না পারায় রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন । শুক্রবার রাত পর্যন্ত রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করেছিল কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে শিবসেনাই সরকার গঠন করবে এবং উদ্ধব ঠাকরে হবেন মুখ্যমন্ত্রী । কিন্তু ভোররাতেই রাজ্য রাজনীতির পটভূমিতে বড়মাপের ওলটপালট হল । পরিবর্তিত পরিস্থিতিতে NCP-র সঙ্গে মিলে সরকার গঠন করে BJP ।

Bhubaneswar (Odisha), Nov 24 (ANI): Chief Minister of Odisha, Naveen Patnaik inaugurated National Tribal Craft Mela-2019 in Bhubaneswar on November 23. The 7-day long 8th National Tribal Crafts Mela has been organised with the objective of promotion and popularisation of traditional tribal arts and crafts. Tribal artisans will showcase handicraft items, handloom products, iron, bamboo products, puppets, siali crafts, tribal textiles and embroidery work, tribal paintings and many more tribal products.
Last Updated : Nov 24, 2019, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.