ETV Bharat / bharat

মিলিত সম্মতিতে সেনা প্রত্যাহার করা হবে, আলোচনা ভারত-চিনের

author img

By

Published : Jun 23, 2020, 3:22 PM IST

গতকাল মলডোতে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করে ভারত-চিন ৷ সেনা সূত্রে খবর, সেনা প্রত্যাহারের পদ্ধতি অনুযায়ী উভয়পক্ষ পদক্ষেপ করবে ৷

লাদাখ
লাদাখ

দিল্লি, 23 জুন : দুই দেশের মিলিত সম্মতিতে পূর্ব লাদাখের উত্তেজনাপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে ৷ গতকাল মলডোতে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা করে ভারত-চিন ৷ আলোচনা করা হয়েছে সেনা প্রত্যাহারের পদ্ধতি নিয়েও ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, এই পদ্ধতি অনুযায়ী উভয়পক্ষ পদক্ষেপ করবে ৷

গতকাল বন্ধুত্বপূর্ণ, ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চিনা সীমান্তে মলডোতে দুই দেশের লেফটেন্যান্ট জেনেরালস্তরের বৈঠক হয়েছে বলে সেনার তরফে আজ জানানো হয় ৷ পূর্ব লাদাখের উত্তেজনাপূর্ণ এলাকাগুলি থেকে কীভাবে সেনা প্রত্যাহার করা হবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় ৷ উভয়পক্ষই বিষয়টি এগিয়ে নিয়ে যেতে ইচ্ছে প্রকাশ করে ৷

এর আগে 6 জুন এই পর্যায়ের বৈঠক হয়েছিল ৷ তারপরই ভারত ও চিন উভয়ই সেখান থেকে নিজ নিজ সেনা সরিয়ে নিতে রাজি হয় ৷ কিন্তু, 15 জুন চিনা সেনা জওয়ানরা তাঁদের তাঁবু সরিয়ে নিতে না চাওয়ায় ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাধে ৷ এই সংঘর্ষে 20 জন সেনাকর্মী শহিদ হন এবং 76 জন জখম হন ৷ কাঁটা জড়ানো লাঠি ও পাথর দিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয় ৷

রবিবার এই বিষয় নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত দিল্লিতে বৈঠক করেন ৷ এছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান ও বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বৈঠকে চিনের আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর ৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাড়ে তিন হাজার কিলোমিটার জুড়ে সশস্ত্র সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে ৷

সংঘর্ষে চিনা সেনার হতাহতের কথা গতকালই স্বীকার করে চিন সরকার ৷ তবে, মোট কতজন জওয়ানের মৃত্যু হয়েছে তা জানায়নি তারা ৷ গতকাল চিনের তরফে জানানো হয়, লাদাখে ভারতের সঙ্গে সংঘর্ষে তাদের 20জনের কম জওয়ানের মৃত্যু হয় ৷ এছাড়াও চিন স্বীকার করে, এই সংঘর্ষে মৃত্যু হয়েছে কমান্ডিং অফিসারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.