ETV Bharat / bharat

দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে 29

author img

By

Published : Jan 1, 2021, 6:56 PM IST

Mutant Covid Strain Detected In India Reaches 29
দেশে কোরোনার নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 29

সম্প্রতি ব্রিটেনে এই নতুন কোরোনা স্ট্রেনের খোঁজ পাওয়া যায় । এই স্ট্রেন আগের তুলনায় 75 শতাংশ বেশি সংক্রামক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে।

দিল্লি, 01 জানুয়ারি: কোরোনার নতুন স্ট্রেন ঘিরে আতঙ্ক ক্রমশ বাড়ছে দেশে । আজ আরও চারজনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে । ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 29।

সম্প্রতি ব্রিটেনে এই নতুন কোরোনা স্ট্রেনের খোঁজ পাওয়া যায় । এই স্ট্রেন আগের তুলনায় 75 শতাংশ বেশি সংক্রামক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতও তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে ।

ইতিমধ্যেই দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে । কলকাতায় আজ ব্রিটেন ফেরত আরও একজনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরও পড়ুন: কোভিশিল্ড-এ ছাড়পত্র দিল স্বাস্থ্যমন্ত্রক

এখনও পর্যন্ত দেশে 1.02 কোটি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে। গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 256 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.