ETV Bharat / bharat

মৃত্যুর পর ভিখারির ঘরে মিলল 1.5 লাখের খুচরো, FD প্রায় 9 লাখ

author img

By

Published : Oct 7, 2019, 9:57 PM IST

4 অক্টোবর রেললাইন পেরোতে গিয়ে মারা যান বীরজু চন্দ্র আজাদ ৷ ভিক্ষা করেই দিনযাপন করতেন তিনি ৷ মৃত্যুর পর তাঁর বাড়ি গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ বিভিন্ন ব্যাঙ্কে তাঁর নামে আট লাখ সাতাত্তর হাজার টাকার স্থায়ী আমানত (FD)-র নথিপত্র মিলেছে৷ শুধু তাই নয়, পাওয়া গেছে দেড় লাখ টাকার খুচরোও ৷

বীরজু চন্দ্র আজাদ

মুম্বই, 7 অক্টোবর : ভিক্ষা করেই দিনযাপন করতেন তিনি ৷ বীরজু চন্দ্র আজাদ ৷ 4 অক্টোবর রেললাইন পেরোতে গিয়ে মারা যান তিনি ৷ মৃত্যুর পর তাঁর বাড়ি গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের ৷ বিভিন্ন ব্যাঙ্কে তাঁর নামে আট লাখ সাতাত্তর হাজার টাকার স্থায়ী আমানত (FD)-র নথিপত্র মিলেছে৷ শুধু তাই নয়, পাওয়া গেছে দেড় লাখ টাকার খুচরোও, যা গুনতে প্রায় 8 ঘণ্টা সময় লাগে পুলিশের ৷

বীরজু দক্ষিণ-পূর্ব মুম্বইয়ের গোভান্দির একটি বস্তিতে একাই থাকতেন ৷ তাঁর বাড়ি থেকে ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড পাওয়া গেছে ৷ ঘরটি খবরের কাগজ ও পলিথিন ব্যাগেই ভরতি বলে জানায় পুলিশ ৷

এক পুলিশ আধিকারিক বলেন, "গোভান্দি ও মনখুর্দ স্টেশনের মাঝে রেললাইন পেরোতে গিয়ে দুর্ঘটনায় মারা যান বীরজু চন্দ্র আজ়াদ ৷" এরপর তাঁর আত্মীয়দের খোঁজ করতে গিয়ে তাঁর বাড়ি খুঁজে পায় পুলিশ ৷ সেখানেই এত টাকা দেখে চমকে যায় পুলিশ ৷ তাঁদের অনুমান, বহুদিন ধরে তিনি টাকা সঞ্চয় করছিলেন ৷

স্থায়ী আমানত নিরাপদে রাখতে পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করবে বলে জানা গেছে ৷ বীরজুর আত্মীয় বা পরিবারের সদস্যদেরও সন্ধান করছে পুলিশ ৷

Intro:Body:

beg


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.