ETV Bharat / bharat

মুম্বইয়ে কারখানায় আগুন, মৃত 2

author img

By

Published : Dec 28, 2019, 7:33 AM IST

গতকাল সন্ধেয় আগুন লাগে ওই কারখানায় ৷ আজ ভোরে 2 জনের মৃতদেহ উদ্ধার হয় ৷

fire
তখনও নেভেনি আগুন

মুম্বই, 28 ডিসেম্বর : মুম্বইয়ের ঘাটকোপারে কারখানায় আগুন লেগে 2 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে একজন মহিলা ৷ একজন এখনও নিখোঁজ ৷

গতকাল সন্ধেয় ওই কারখানার রাসায়নিক ভরতি গুদামে আগুন লাগে ৷ খবর পেয়ে দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ৷ রাসায়নিক ভরতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ আশপাশ কালো ধোঁয়ায় ভরে যায় ৷ আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকর্মীদের ৷ 10 ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷

মুম্বইয়ের দমকল আধিকারিক বিজয়কুমার পাণিগ্রাহী বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ নতুন করে যাতে আগুন না লাগে, সেজন্য কাজ করে যাচ্ছেন দমকলকর্মীরা ৷ তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷

ওই কারখানায় আগুন লাগার পর তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ আজ ভোরে 2 জনের মৃতদেহ উদ্ধার হয় ৷ নিখোঁজ একজনের খোঁজ চালাচ্ছেন দমকলকর্মীরা ৷

New Delhi, Dec 28 (ANI): Currently, Alzheimer's affects one-in-ten adults over the age of 65, number that is expected to triple by 2030. The need to find a cure is great. In the backdrop of the following facts, researchers have developed a TB vaccine that lowers rates of Alzheimer's disease in cancer patients. Now there may be a glimmer of hope. A research team headed by Herve Bercovier, Charles Greenblatt and Benjamin Klein at the Hebrew University of Jerusalem (HU)'s Department of Microbiology and Molecular Genetics has discovered that the Bacillus Calmette-Guerin (BCG) vaccine, originally developed for tuberculosis and commonly used to treat bladder cancer, may also be an effective treatment to prevent Alzheimer's. The study was published in the journal PLOS ONE.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.