ETV Bharat / bharat

জয়পুরে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 3

author img

By

Published : Oct 1, 2020, 7:08 AM IST

অভিযোগ, তখনই তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ওই তিন অভিযুক্ত । এরপর তাকে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা ।

Rape
ছবিটি প্রতীকী

জয়পুর , 1 অক্টোবর : জয়পুরের হান্দিপোরা গ্রামে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে । অভিযুক্তরা হল কালু , বিক্রম ও জিতু । তারা প্রত্যেকেই ওই গ্রামেরই বাসিন্দা । তাদের গ্রেপ্তার করা হয়েছে ।

গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা । অভিযোগ, তখনই তাকে অপহরণ করে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ওই তিন অভিযুক্ত । এরপর তাকে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা । নাবালিকা বাড়ি ফিরে মা-বাবাকে বিষয়টি জানায় । তারা ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে আমের থানায় অভিযোগ জানায় । এরই ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

কয়েকদিন আগে উত্তরপ্রদেশের হাথরসে এক যুবতিকে গণধর্ষণ করা হয় । 14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন ওই যুবতি ৷ অভিযোগ, সেই সময় গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে চারজন ৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না । মঙ্গলবার তাঁর মৃত্যু হয় ৷

এদিকে হাথরসের পর উত্তরপ্রদেশেরই বলরামপুরে 22 বছর বয়সি এক যুবতিকে অপহরণ ও ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে ৷ গতকাল সন্ধে নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয় ৷ কলেজে ভরতি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতি ৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ তার পরিবারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.