ETV Bharat / bharat

ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে মোবাইল টাওয়ার ওড়াল মাওবাদীরা

author img

By

Published : Oct 2, 2020, 4:25 PM IST

ওড়িশার মালকানগিরিতে মাওবাদীদের হানা । বোমা মেরে BSNL-এর একটি টাওয়ার উড়িয়ে দিল মাওবাদীরা ।

Aa
Aa

মালকানগিরি, 2 অক্টোবর : সুকমা জেলার ইরাবোর গ্রামে, ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে হামলা চালাল মাওবাদীরা । BSNL-এর একটি মোবাইল টাওয়ার বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ।

মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সুকমা । আগেও অনেক মাওবাদী কার্যকলাপ ঘটেছে এখানে । সূত্রের খবর, 10-15 জন মাওবাদী গতকাল ইরাবোর গ্রামে হানা দেয় । BSNL-এর টাওয়ারে বোমা নিক্ষেপ করে । গ্রামে সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতেই একাজ করা হয়েছে বলে অনুমান । পাশাপাশি পাথর ফেলে রেখে রাস্তা অবরোধও করে তারা । সরকার এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পোস্টার সাঁটায় চারদিকে । ঘটনার কিছুক্ষণ পর জঙ্গলে পালিয়ে যায় । ঘটনাস্থানে CRPF জওয়ানরা এসে পাথর সরিয়ে দেয় ।

এর আগে বৃহস্পতিবার BSF-এর জওয়ানরা মালকানগিরির রাজুলকুন্ডা জঙ্গল থেকে 21 কেজি জিলোটিন বিস্ফোরক উদ্ধার করে । BSF-এর 76 ব্যাটেলিয়নের সদস্যরা জঙ্গলের মধ্যে চিরুনি তল্লাশি চালায় । জঙ্গলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় বিস্ফোরকগুলি । এর আগেও পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান ব্যর্থ করতে মাওবাদীদের বিস্ফোরক পদার্থ ছড়িয়ে রাখার ঘটনা সামনে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.