ETV Bharat / bharat

সুকমায় মাওবাদী হামলা, শহিদ 17 জওয়ান

author img

By

Published : Mar 22, 2020, 3:07 PM IST

Updated : Mar 22, 2020, 9:31 PM IST

শহিদ 17 জওয়ান
শহিদ 17 জওয়ান

21:29 March 22

  • Strongly condemn the Maoist attack in Sukma, Chhattisgarh. My tributes to the security personnel martyred in the attack. Their valour will never be forgotten. Condolences to the bereaved families. I pray for a quick recovery of those injured.

    — Narendra Modi (@narendramodi) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুকমা, 22 মার্চ : সুকমায় মাওবাদী হামলা । শহিদ 17 জওয়ান । জখম 14 । ঘটনার তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হত জওয়ানদের পরিবারকে জানালেন সমবেদনা ৷

বেশ কিছুদিন ধরেই 250 থেকে 300 জন পুলিশ সুকমার চিন্তাগুফা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল । মাওবাদী এলাকা হওয়ায় এখানে প্রায়ই এই ধরণের অভিযান চলে । ছত্তিশগড় পুলিশের পাশাপাশি এই দলে ছিল STF-এর জওয়ানরাও ।

গতকাল বেলা 12 টা 40 নাগাদ মিনপার হিদমা জঙ্গল থেকে তল্লাশি অভিযান শেষে ফেরার সময় আচমকাই পিছন থেকে তাঁদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা । জখম হন বেশ কয়েকজন । শহিদ হন সাত । খবর পেয়ে রাতে CRPF ও কোবরা ব্যটেলিয়নের জওয়ানরা উদ্ধার করতে গেলে তাঁদের উপরও হামলা চালায় মাওবাদীরা । ফলে সকলকে উদ্ধার করা সম্ভব হয় না । জখম বেশ কয়েকজনকে উদ্ধার করে রায়পুরে নিয়ে আসতে পারেন তাঁরা । পরে তাঁদের ভরতি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ।

আজ সকালে ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় পুলিশ । দেখা যায় আরও দু'জনের দেহ পড়ে রয়েছে । পরে জানা যায়, মোট 17 জন জওয়ান গতকালের এই হামলায় শহিদ হয়েছেন । তবে, সকলের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ।

এ বিষয়ে এই দলেরই এক জওয়ান জানান, মাওবাদী কম্যান্ডারের কাছে তল্লাশি অভিযানের খোঁজ আসার পরই গতকাল এই হামলা হয় । তল্লাশি অভিযান জারি রয়েছে । 

21:29 March 22

21:28 March 22

15:03 March 22

সুকমা, 22 মার্চ : সুকমায় মাওবাদী হামলা । শহিদ 17 জওয়ান । জখম 14 ।

বেশ কিছুদিন ধরেই 250 থেকে 300 জন পুলিশ সুকমার চিন্তাগুফা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল । মাওবাদী এলাকা হওয়ায় এখানে প্রায়ই এই ধরণের অভিযান চলে । ছত্তিশগড় পুলিশের পাশাপাশি এই দলে ছিল STF-এর জওয়ানরাও ।

গতকাল বেলা 12 টা 40 নাগাদ মিনপার হিদমা জঙ্গল থেকে তল্লাশি অভিযান শেষে ফেরার সময় আচমকাই পিছন থেকে তাঁদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা । জখম হন বেশ কয়েকজন । শহিদ হন সাত । খবর পেয়ে রাতে CRPF ও কোবরা ব্যটেলিয়নের জওয়ানরা উদ্ধার করতে গেলে তাঁদের উপরও হামলা চালায় মাওবাদীরা । ফলে সকলকে উদ্ধার করা সম্ভব হয় না । জখম বেশ কয়েকজনকে উদ্ধার করে রায়পুরে নিয়ে আসতে পারেন তাঁরা । পরে তাঁদের ভরতি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ।

আজ সকালে ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় পুলিশ । দেখা যায় আরও দু'জনের দেহ পড়ে রয়েছে । পরে জানা যায়, মোট 17 জন জওয়ান গতকালের এই হামলায় শহিদ হয়েছেন । তবে, সকলের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ।

এ বিষয়ে এই দলেরই এক জওয়ান জানান, মাওবাদী কম্যান্ডারের কাছে তল্লাশি অভিযানের খোঁজ আসার পরই গতকাল এই হামলা হয় । তল্লাশি অভিযান জারি রয়েছে । 

Last Updated : Mar 22, 2020, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.