ETV Bharat / bharat

দিল্লিতে কারখানায় আগুন, মৃত কমপক্ষে 43

author img

By

Published : Dec 8, 2019, 9:24 AM IST

Updated : Dec 8, 2019, 1:11 PM IST

ভয়াবহ অগ্নিকাণ্ড
ভয়াবহ অগ্নিকাণ্ড

09:22 December 08

দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ মৃত 43 ৷ আহত বহু ৷

দিল্লি, 8 ডিসেম্বর : দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ উত্তর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডির একটি কারখানায় আজ ভোরে আগুন লাগে ৷ ঘটনায় এখনও পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে ৷ আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 30 টি ইঞ্জিন ৷ পুলিশ জানিয়েছে, 59 জনকে উদ্ধার করা হয়েছে ৷ 

ডেপুটি ফায়ার চিফ অফিসার সুনীল চৌধুরি বলেন, "600 স্কয়্যার ফিটের একটি প্লটে আগুন লাগে ৷ ভিতরটা অনেক অন্ধকার ৷ কারখানায় স্কুল ব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রী মজুত ছিল ৷"

তিনি আরও বলেন, "আমরা 50 জনকে উদ্ধার করে LNJP হাসপাতালে পাঠিয়েছি ৷ তাঁদের মধ্যে কয়েকজন আহত ৷ কয়েকজন জ্ঞান হারিয়েছেন ৷ কারখানার মালিক জানিয়েছেন, কারখানার ভিতরে 20-25 জন শ্রমিক ঘুমোচ্ছিলেন ৷ " 

তবে কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ-দমকল ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শীতের সকালে আগুন জ্বালিয়ে ঘর গরম করার চেষ্টা করছিলেন ৷ সেখানে থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ৷ আবার, শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে অনেকে মনে করছেন ৷

Patna (Bihar), Dec 07 (ANI): Union Law and Justice Ravi Shankar Prasad said that he is going to write to Chief Ministers of all states and Chief Justices of High Courts to appeal that investigation in rape cases involving minors should complete within 2 months. "The law and Justice Ministry has also been directed," said Prasad. He added, "Centraland state govts have proposed for constitution of 1023 new fast track courts across country. Out of these 1023, consensus has been reached on 400 and more than 160 have already become operational. Also, 704 fast track courts were already operational,"

Last Updated : Dec 8, 2019, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.