ETV Bharat / bharat

"মিথ্যা প্রহসন", মাল্যের ঋণ পরিশোধের দাবিকে কটাক্ষ ভারতীয় ব্যাঙ্কগুলির

author img

By

Published : Jul 19, 2020, 4:51 AM IST

রাজ্যসভার প্রাক্তন সদস্য ও দেউলিয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্য 2016 সালে ভারত থেকে পালিয়ে যান। চার বছরেরও বেশি সময় ধরে পলাতক ব্যবসায়ী এখন ভারতীয় ব্যাঙ্কগুলিকে ঋণ পরিশোধ করার প্রকাশ্য প্রতিশ্রুতি দিচ্ছেন। বিষয়টি নিয়ে লিখেছেন ইটিভি ভারতের কৃষ্ণানন্দ ত্রিপাঠি।

Vijay mallya
Vijay mallya

দিল্লি, 19 জুলাই : পলাতক ব্যাবসায়ী বিজয় মাল্য দাবি করেছেন যে উনি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে নেওয়া নয় হাজার কোটি টাকা ঋণ শোধ করবেন। যদিও বিষয়টিকে “মিথ্যা প্রহসন” বলে মনে করছে প্রত্যেকটি ব্যাঙ্ক। রাজ্যসভার প্রাক্তন সদস্য ও এখন দেউলিয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্য 2016 সালে ভারত থেকে পালিয়ে যান। চার বছরেরও বেশি সময় ধরে পলাতক ব্যবসায়ী এখন ভারতীয় ব্যাঙ্কগুলিকে ঋণ পরিশোধ করার প্রকাশ্য প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ঋণ শোধ করতে চাইলেও ব্যাঙ্কগুলি তাঁর সাথে সহযোগিতা করছে না। যদিও ব্যাঙ্ক কর্তারা মনে করেছেন, তাঁর করা এই দাবিটি কৌশলগত কোনও বিশেষ কারণ।

“In the case of Mallya, he does say it again and again that he has got the money to pay. What I hear is that he got the money to pay but the money is not like that there is a big closet full of cash from where he takes it out and gives it to State Bank of India to get a clean chit,” said Prabhakar Kaza, former CEO of SBI UK.

UK এবং ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত প্রভাকর কাজা বিজয় মাল্যের এই দাবি নিয়ে বলেন, "অন্য ব্যবসায়ীদের মতো বিজয় মাল্যও তাঁর অর্থ, শেয়ার এবং সম্পত্তির পরিমাণ দেখিয়ে বলেছেন এই সম্পত্তিগুলি উপযুক্ত মূল্যে বিক্রি করে ব্যাঙ্কগুলিকে তাদের পাওনা মিটিয়ে দেবেন।" এই দাবিকে তিনি কেবলমাত্র সমীহ আদায়ের চেষ্টা বলে মনে করেছেন ।

“Whenever State Bank of India, as the head of the consortium asked him to pay back, every time he gives a whole list and says if he liquidates all this at this rate then he will be able to repay,” Kaza said while elaborating about the fugitive liquor baron’s publicity stunt.

1983 সালে 28 বছর বয়সে ইউবি স্পিরিটসের চেয়ারম্যান হওয়া বিজয় মাল্য 2005 সালে কিংফিশার এয়ারলাইনসের যাত্রা শুরু করেছিলেন। তবে, শুরুর সাত বছর পরেই তাঁকে লোকসানের কারণে বিমানের চলাচল বন্ধ করতে হয়েছিল । পাশাপাশি জমা হয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ। সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য অনুসারে, মোট দায়বদ্ধতা প্রায় 9,000 কোটি টাকা ৷ 2019 সালের জানুয়ারিতে তাঁকে আদালত পলাতক অর্থনৈতিক অপরাধী হিসেবে ঘোষণা করেছিল।

UK এবং ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে যুক্ত প্রভাকর কাজা আরও বলেন, “মাল্য যে সম্পত্তি বিক্রি করে শোধ দেওয়ার কথা বলছেন তা ওই সম্পত্তি বিক্রি করে মেটানো সম্ভব নয়। ”

“You know whenever you sell something at a distress value, you hardly get 50-70% of the actual value of the property. So that's the case of Mr Mallya,” former head of SBI, UK said in a webinar organized by Mumbai based payment technology and ATM management firm – EPS India.

ভারতীয় কর্তৃপক্ষের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে দীর্ঘায়িত আইনি লড়াইয়ে হেরে বিজয় মাল্য গত মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছিলেন। যদিও মাল্যর আশ্রয়ের অনুরোধের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে যদি তা প্রত্যাখ্যান করা হয় তাহলে মাল্যকে মুখোমুখি হতে হবে ভারতীয় আদালতের বিচারের।

“He is not going to get State Bank of India its Rs 9,000 crores. A lot of people have argued that let's listen to him, and he might pay Rs 9,000 crores. But then he has got so may conditions, and I heard it from top most persons in the State Bank of India that no bank can satisfy and no bank can accept,” said the former banker.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.