ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় সাহায্য চেয়ে কেরালা সরকারকে চিঠি মহারাষ্ট্রের

author img

By

Published : May 25, 2020, 2:38 PM IST

কিছুদিন আগেই কেরালার স্বাস্থ্য ও সমাজ কল্যাণমন্ত্রী কে কে শৈলজার সঙ্গে কোরোনা সংক্রান্ত বিষয়ে কথা বলেন মহরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ । এরপরেই আজ সরকারিভাবে রাজ্যে কোরোনা মোকাবিলায় কেরালার চিকিৎসক ও নার্সদের পাঠানোর অনুরোধ জানিয়ে সেখানকার সরকারকে চিঠি লেখে মহারাষ্ট্র সরকার ।

Corona
কোরোনা

মু্ম্বই, 25 মে : মহারাষ্ট্রের মুম্বই ও পুনেতে সবথেকে বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছেন । এখনও সেখানে সংক্রমিতের হদিস মিলছে । এই পরিস্থিতিতে আজ সাহায্য চেয়ে কেরালা সরকারকে চিঠি পাঠাল মহারাষ্ট্র সরকার ।

কিছুদিন আগেই কেরালার স্বাস্থ্য ও সমাজ কল্যাণমন্ত্রী কে কে শৈলজার সঙ্গে কোরোনা সংক্রান্ত বিষয়ে কথা বলেন মহরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ । এরপরেই আজ সরকারিভাবে রাজ্যে কোরোনা মোকাবিলায় কেরালার চিকিৎসক ও নার্সদের পাঠানোর অনুরোধ জানিয়ে সেখানকার সরকারকে চিঠি লেখে মহারাষ্ট্র সরকার ।

মেডিকেল এডুকেশন ও রিসার্চের ডিরেক্টর চিকিৎসক টি পি লাহানে মুম্বইয়ে কোরোনা মোকাবিলায় নোডাল অফিসারের দায়িত্ব পালন করছেন । তিনি জানান, ভবিষ্যতে মুম্বই ও পুনেতে সংক্রমণের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । তাই তিনি চিঠিতে কেরালার মন্ত্রী শৈলজার কাছে মহরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স মিলিয়ে 50 সদস্যের একটি দল পাঠানোর অনুরোধ করেছেন ।

কেরালার চিকিৎসক ও নার্সদের পরিষেবার জন্য ইতিমধ্যে একটি বেতন তালিকা তৈরি করেছে মহারাষ্ট্র সরকার । সেই তালিকা অনুযায়ী, কেরালার MBBS ডিগ্রিধারী চিকিৎসকদের মাসিক 80 হাজার টাকা দেবে মহারাষ্ট্র সরকার । পাশাপাশি ফিজিশিয়ান ও ইনটেনসিভ-সহ MD / MS ডিগ্রিধারী চিকিৎসকদের মাসিক 2 লাখ টাকা করে দেওয়া হবে । নার্সদের দেওয়া হবে মাসিক 30 হাজার টাকা । এখানেই শেষ নয় । এই সমস্ত চিকিৎসক-নার্সদের থাকা-খাওয়া, ওষুধ, PPE সমস্ত কিছুরও ব্যবস্থা করা হবে মহারাষ্ট্র সরকারের তরফেই ।

চিঠিতে নোডাল অফিসার চিকিৎসক টি পি লাহানে লেখেন, "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মহারাষ্ট্র সরকার মুম্বাইয়ের মহালক্ষ্মী রেস সেন্টারে 600 বেডের কোরোনা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে । যার মধ্যে ICU-তে থাকবে 125 টি বেড ।"

লাহানে চিঠিতে উল্লেখ করেন, তিনি দক্ষিণ এশিয়ার ডক্টরস উইদআউট বর্ডারস-এর ভাইস প্রেসিডেন্ট সন্তোষ কুমারের সঙ্গে কথা বলেছেন । তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠিয়ে মহারাষ্ট্রকে সাহায্য করতে সমর্থন জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.