ETV Bharat / bharat

''আরও আলোচনা প্রয়োজন,'' সোনিয়ার সঙ্গে বৈঠকের পর মন্তব্য পাওয়ারের

author img

By

Published : Nov 18, 2019, 5:44 PM IST

Updated : Nov 18, 2019, 6:42 PM IST

বিতর্ক উসকে দিলেন শরদ পাওয়ার ৷ তাঁর একটি মন্তব্যেই বিতর্কের সূত্রপাত ৷ শিবসেনা-কংগ্রেস ও NCP মিলে মহারাষ্ট্রে সরকার গঠন আদৌ হতে চলেছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

শিবসেনার সঙ্গে জোট নয়? পাওয়ারের মন্তব্যে বাড়ছে বিভ্রান্তি

দিল্লি, 18 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েন অব্যাহত ৷ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের 25 দিন পরেও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি এখনও ফাঁকা ৷ সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের আগেই খানিকটা বেসুরো ঠেকেছিল ৷ সোনিয়া গান্ধির সঙ্গে শরদ পাওারের বৈঠকের পরেও ঝুলে রইল মহারাষ্ট্রের সরকার গঠনের বিষয়টি ৷ আজ বৈঠকের আগেই NCP নেতা শরদ পাওয়ারের একটি মন্তব্য ঘিরে বিভ্রান্তি তৈরি হয় রাজনৈতিক মহলে ৷ NCP নিজস্ব রাজনীতি করবে, পাওয়ারের এই মন্তব্য ঘিরেই জল্পনার সূত্রপাত ৷ দীর্ঘদিনের 'বন্ধু' BJP-শিবসেনা কি মনোমালিন্য ভুলে ফের কাছাকাছি আসতে চলেছে? সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকের ঠিক আগে এমন প্রশ্ন উঠে আসে পাওয়ারের এই মন্তব্যকে ঘিরে ৷

বৈঠকের পরেও মিলল না সমাধান ৷ সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পর পাওয়ার জানালেন, সরকার গঠনের জন্য আরও আলোচনা প্রয়োজন ৷

পাওয়ারের কথায়, ''মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ আমি কংগ্রেস সভানেত্রীকে বলেছি বিষয়গুলি নিয়ে ৷ একে অ্যান্টনিও উপস্থিত ছিলেন সেখানে ৷ কংগ্রেস-NCP আবারও সাক্ষাৎ করবে ৷ আবারও আলোচনা করে এসে জানাবে ৷ ''

রবিবার সোনিয়া গান্ধির সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক স্থগিত হয়ে যায় ৷ সোমবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর সঙ্গে বৈঠকের আগে শরদ পাওয়ার জানান, তাঁদের দল নিজস্ব রাজনীতি করবে ৷ BJP ও শিবসেনাকে নিজেদের পথ বেছে নিতে হবে ৷ তার মন্তব্যের ফলে বিকল্প জোটের সরকার গঠন নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ NCP-এর সঙ্গে শিবসেনার সরকার গঠনের বিষয়ে পাওয়ারকে প্রশ্ন করা হয় ৷ এর উত্তরে পাওয়ার বলেন, ''তাই নাকি'' । এরপরই শিবসেনা, কংগ্রেস ও NCP মিলে মহারাষ্ট্রে আদৌ সরকার গঠন করবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

প্রথম থেকেই শিবসেনা ও কংগ্রেসের মধ্যে সেতুবন্ধনের কাজটি করে চলেছেন পাওয়ার ৷ সোনিয়া গান্ধির সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন তিনি ৷ সেই প্রসঙ্গে পাওয়ার বলেন, ''শিবসেনা-BJP নির্বাচনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ কংগ্রেস-NCP পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ নিজেদের পথ নিজেদেরই খুঁজে নিতে হবে দলগুলিকে ৷ আমাদের নিজস্ব রাজনীতি করতে হবে ৷ ''

এরপরই পাওয়ারকে প্রশ্ন করা হয়, মহারাষ্ট্রে কংগ্রেস, NCP ও শিবসেনা মিলে সরকার গঠন করছে কি না ৷ সেই প্রসঙ্গেই পাওয়ার বলেন, ''তাই নাকি?'' এরপরই শুরু জল্পনা ৷ একদিকে বাল ঠাকরের মৃত্যুবার্ষিকীতে দেবেন্দ্র ফড়নবিশের শ্রদ্ধাজ্ঞাপন করতে যাওয়ার পর মনে করা হচ্ছিল পুরোনো বন্ধুত্ব ফের ঝালিয়ে নিতে চলেছে BJP-শিবসেনা ৷ পাওয়ারের মন্তব্য কি সেই সখ্যতারই ইঙ্গিত বহন করছে? যদিও NCP নেতাদের দাবি, পাওয়ারের মনে হয়েছিল, প্রশ্নটি অন্তঃসারশূন্য ৷ তাই তিনি এমনটা বলেছেন ৷ এর মধ্যে আরও কোনও জটিলতা নেই ৷

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আজ সন্ধ্যায় সোনিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছেন শরদ পাওয়ার । সেখানে NDA-বিরোধী জোট সরকারের সম্ভাবনার কথা জানতে চাইলে পাওয়ার এমন মন্তব্য করেন ৷ প্রথম থেকেই পৃথক মতাদর্শের শিবসেনার সঙ্গে জোট গঠন নিয়ে সন্দিহান কংগ্রেস সভানেত্রী ৷ এদিকে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, কেন্দ্র একেবারেই চায় না যে NCP-কে নিয়ে শিবসেনার সঙ্গে জোট গড়ে কংগ্রেস মহারাষ্ট্রের কুর্সির দখল নিক ৷ শুক্রবারও পাওয়ার এই জোট গঠনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ৷ তারপর এই মন্তব্য ৷ আজ সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের পর ধোঁয়াশা খানিকটা দূর হবে বলে মনে করা হয়েছিল ৷ কিন্তু পাওয়ার জানালেন, আরও আলোচনা প্রয়োজন ৷ তাই ঝুলেই রইল মহারাষ্ট্রের ভবিষ্যৎ ৷

Panipat (Haryana), Nov 17 (ANI): Haryana Home Minister Anil Vij conducted a surprise visit at the Police Station in Panipat on Nov 16. During the visit Anil Vij not only took the stock of the affairs at the Police station, he also suspended one police official for remaining absent from duty. Home Minister Vij interacted with the police officials in order to get to know their grievances. Anil Vij also conducted an inspection of the different sections of the Police Station premises.
Last Updated : Nov 18, 2019, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.