ETV Bharat / bharat

রাজ্যসভা ভোটের কয়েক ঘণ্টা পরই BJP বিধায়কের রিপোর্টে কোরোনা পজ়িটিভ

author img

By

Published : Jun 21, 2020, 4:30 AM IST

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

গতকাল সকালে রাজ্যসভার ভোট দেন একজন BJP বিধায়ক ৷ তারপরই তিনি হাসপাতালে কোরোনা পরীক্ষা করতে যান ৷ তাঁর রিপোর্ট বিকেলে আসে ৷ জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত ৷

ভোপাল, 20 জুন : রাজ্য সভা নির্বাচনের জন্য মধ্যপ্রদেশ বিধানসভায় ভোট দেন একজন BJP বিধায়ক ৷ তারপরই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তিনি কোরোনা পজ়িটিভ ৷ খবরটি জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় সেখানে ভোট দিতে যাওয়া বাকি বিধায়কদের মধ্যে ৷ একাধিক বিধায়ক আজ হাসপাতালে কোরোনা পরীক্ষা করতে যান ৷ মধ্যপ্রদেশে কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 500জনের মৃত্যু হয়েছে ৷

রিপোর্ট অনুযায়ী, তিনি অসুস্থতা বোধ করছেন বলে তাঁর স্ত্রী অভিযোগ করেন ৷ তারপরই গতকাল দুপুরে তিনি কোরোনা পরীক্ষার জন্য সোয়াবের নমুনা দেন ৷ বিকেলে রিপোর্ট আসে যে, তিনি কোরোনা পজ়িটিভ ৷

আজ ভোপালের একটি হাসপাতালে কোরোনা পরীক্ষা করতে যান BJP বিধায়ক যশপাল সিং সিসোদিয়া, দিলীপ মাকওয়ানা ও দেবীলাল ধকড় ৷ সিসোদিয়া বলেন, "আমরা মিডিয়া ও সোশাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাদের ডিভিশনের একজন বিধায়ক কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ এটা জানার পরই আমি দিলীপ মাকওয়ানা ও দেবীলাল ধকড়ের সঙ্গে এখানে এসেছি ৷"

তিনি আরও বলেন, "আমাদের কোনও উপসর্গ নেই ৷ কিন্তু, তাও আমরা সাবধানতা অবলম্বনের জন্য কোরোনা পরীক্ষা করতে এসেছি ৷" দেবীলাল ধকড় বলেন, তিনি দু'দিন আগেই কোরোনা আক্রান্ত ওই বিধায়কের সঙ্গে একসঙ্গে খাবার খেয়েছেন ৷ মধ্যপ্রদেশ বিধানসভার প্রধান সচিব এ পি সিং বলেন, কর্তৃপক্ষ ভোট গ্রহণের আগে ও ভোট গ্রহণ চলাকালীন সবরকম সতর্কতা অবলম্বন করেছিল ৷ ওই কোরোনা আক্রান্ত বিধায়কের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তা CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

এ পি সিং আরও বলেন, "রাজ্যসভা ভোট গ্রহণ চলাকালীন প্রতিটি কর্মী সবরকম সতর্কতা মেনে কাজ করছিল ৷ প্রতি 15-20 মিনিট অন্তর বিধানসভা ক্যাম্পাস স্যানিটাইজ় করা হয়েছিল ৷ এখন CCTV ফুটেজ খতিয়ে দেখে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সনাক্ত করা হচ্ছে ৷ " তিনি মধ্যপ্রদেশের দ্বিতীয় বিধায়ক যিনি কোরোনা আক্রান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.