ETV Bharat / bharat

4 কিমি হেঁটে রাজৌরিতে মৃত যুবকদের বাড়িতে উপরাজ্যপাল মনোজ সিনহা

author img

By

Published : Oct 9, 2020, 1:32 PM IST

LG Jammu kashmir manoj sinha
LG Jammu kashmir manoj sinha

চলতি বছরের জুলাইয়ের 18 তারিখ শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাজৌরির তারকাসি গ্রামের তিন যুবকের মৃত্যু হয় । অভিযোগ উঠে, ভুয়ো সংঘর্ষে তাদের মারা হয়েছে ।

জম্মু, 9 অক্টোবর : জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা 4 কিলোমিটার হেঁটে রাজৌরির তারকাসি গ্রামে মৃত 3 যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন । সবরকম সরকারি সহযোগিতার আশ্বাস দেন । চলতি বছর জুলাইয়ের 18 তারিখ শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই তিন যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম, ইমতিয়াজ আহমেদ (26), ইব্রাহিম আহমেদ (20) এবং ইবরার আহমেদ (16) । অভিযোগ, ভুয়ো সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে । সেনার তরফে এই ঘটনার তদন্ত চলছে ।

উপরাজ্যপাল মনোজ সিনহা প্রায় ছয় ঘণ্টা জার্নি করে প্রত্যন্ত ওই এলাকায় পৌঁছান । তারপর পাহাড়ি রাস্তায় প্রায় 4 কিলোমিটার পায়ে হেঁটে মৃত যুবকদের গ্রামে পৌঁছান । তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন । কথা বলেন । সমবেদনা জানানোর পাশাপাশি সুবিচার ও সবরকম সরকারি সহযোগিতার আশ্বাস দেন । সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পরিবারের কাছে পৌঁছে দেন ।

সরকারি এক আধিকারিক জানান, রাজৌরিতে প্রথমে একটি জনসভায় যোগ দেন উপরাজ্যপাল । পরে সেখান থেকে তারকাসি গ্রামের উদ্দেশে রওনা দেন । হেঁটে মৃতদের একজনের বাবা মহম্মদ ইউসুফের সঙ্গে দেখা করেন । মহম্মদ ইউসুফের বাড়িতেই উপস্থিত ছিলেন আরও দুই মৃত যুবকের পরিবারের সদস্যরা । তাঁদের বক্তব্যও শোনেন তিনি । সরকারি ওই আধিকারিক আরও বলেন, “ মৃতদের পরিবারের সদস্যরা ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই ন্যায়-বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এসেছেন । উপরাজ্যপাল তাঁদের আশ্বস্ত করেছেন । পরামর্শ দিয়েছেন তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার ।”

চলতি মাসের শুরুতে পরিবারের সদস্যদের সঙ্গে DNA নমুনা ম্যাচ করানোর জন্য ওই যুবকদের মৃতদেহ কবর খুঁড়ে বের করা হয় । পরে অক্টোবরের 2 তারিখ ফের কবর দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.