ETV Bharat / bharat

দিল্লির বাড়িতে মুকুলকে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের

author img

By

Published : Aug 3, 2019, 4:36 AM IST

আর্থিক প্রতারণার মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ ৷ তবে, এবিষয়ে মুকুল বা কলকাতা পুলিশের তরফে মন্তব্য করা হয়নি ৷

মুকুল রায়

কলকাতা ও দিল্লি, 3 অগাস্ট : মুকুল রায়কে দিল্লির বাড়িতে জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ ৷ সূত্রের খবর, ঘণ্টাদুয়েক চলে জিজ্ঞাসাবাদ পর্ব ৷ যদিও এবিষয়ে মুকুল বা কলকাতা পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

গতবছর আর্থিক প্রতারণার একটি মামলায় বড়বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একজনকে । পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় । পুলিশ সূত্রে খবর, চারজনকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মুকুল রায়ের নাম ।

এই সংক্রান্ত আরও খবর : দুর্নীতি মামলায় মুকুলকে নোটিশ কলকাতা পুলিশের

শনিবার (27 জুলাই ) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মুকুলকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ ৷ সোমবার (29 জুলাই ) ব‍্যাঙ্কশাল কোর্টে সরকারি আইনজীবী জানান, বিষয়টি নিয়ে মুকুলকে বারবার ডেকে পাঠিয়েছিল কলকাতা পুলিশ । মুকুল সেই ডাকে সাড়া দেননি । আদালতের তরফেও তাঁকে সমন পাঠানো হয়েছিল । কিন্তু, তা সত্ত্বেও হাজিরা দেননি মুকুল ৷ এরপর BJP নেতার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব‍্যাঙ্কশাল কোর্ট ।

এই সংক্রান্ত আরও খবর : পরোয়ানা জারি ব‍্যাঙ্কশাল কোর্টের, গ্রেপ্তারি আসন্ন মুকুলের?

অন্যদিকে, কলকাতা পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন মুকুল ৷ বৃহস্পতিবার তার শুনানি হয় ৷ মুকুলের আইনজীবী অরবিন্দ নিগম ও সমীর কুমার বলেন, BJP নেতা দিল্লিতে বসবাস করছেন ৷ অথচ পশ্চিমবঙ্গের একটি ঠিকানায় মুকুলকে নোটিশ পাঠানো হয়েছে ৷ এর বিরোধিতা করেন কলকাতা পুলিশের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ৷ এরপর বিচারপতি এ কে চাওলা মুকুলকে 10 দিনের রক্ষাকবচ দেন ৷ পাশাপাশি, শুক্রবার মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকার নির্দেশ দেন ৷

এই সংক্রান্ত আরও খবর : মুকুলকে 10 দিনের রক্ষাকবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ দিল্লি হাইকোর্টের

সেইমতো গতকাল সকাল 11 টা নাগাদ মুকুলের দিল্লির 181 সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে আসে কলকাতা পুলিশের একটি দল ৷ প্রায় দু'ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সূত্রের খবর, কখন তাঁর বাড়িতে পুলিশ যাবে তা আগেভাগেই মুকুলকে জানিয়ে দেওয়া হয়েছিল ৷

Srinagar (J-K), 02 Aug (ANI): Jammu and Kashmir's Inspector General of Police SP Pani said on Friday that this year more than 10 serious attempts by terrorists were made at different places in the Valley, in which police have arrested several terrorists. "10 serious attempts (terror attack attempts) were made at different places in the valley. In these Improvised explosive device (IED) modules, several people like Munna Lahori, Kamran and Usman were arrested," informed SP Pani in a joint press conference with Indian Army in Srinagar. Earlier on Friday, An Army vehicle of the 55 Rashtriya Rifle suffered minor damage following explosion of an Improvised Explosive Device (IED) in Pulwama district of Jammu and Kashmir.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.