ETV Bharat / bharat

হোমে কিশোরীকে ধর্ষণ, অভিযোগ আটকাতে মানসিক চাপ

author img

By

Published : Jul 5, 2020, 7:22 PM IST

কোট্টায়ামের হোমে কিশোরীকে ধর্ষণের অভিযোগ । অভিযুক্ত হোমেরই ডিরেক্টরের স্বামী । গতবছরের ঘটনা । দীর্ঘ আট মাস পর অভিযোগ দায়ের ।

Minor girl physically harassed in home
Minor girl physically harassed in home

কোট্টায়াম, ৫ জুলাই : কেরালার হোমে কিশোরীকে ধর্ষণ । আট মাস পরে দায়ের হল অভিযোগ । অভিযুক্ত হোমেরই ডিরেক্টরের স্বামী ।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার বয়ান অনুযায়ী গতবছর অক্টোবরে ঘটনাটি ঘটে । হোম কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ গুরুত্ব দেননি । উলটে ওই কিশোরীকে মুখ বন্ধ রাখতে বলা হয় । সে আরও জানায়, তাকে মানসিকভাবে নির্যাতন করা হত । সম্প্রতি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আধিকারিকদের সাহায্য নিয়ে কোট্টায়াম থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা । পরে হোমের অন্য আবাসিকরাও এগিয়ে আসে । জানায় তাদের উপর হওয়া নির্যাতনের কথা ।

কোট্টায়াম থানার এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত বাবু ভার্গিসকে গ্রেপ্তার করা হবে । নির্যাতিতাকে অন্য হোমে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.