ETV Bharat / bharat

ভিন্নমত পোষণ করলেই দেশদ্রোহী তকমা দেওয়া যায় না : বিচারপতি চন্দ্রচূড়

author img

By

Published : Feb 16, 2020, 3:22 AM IST

Updated : Feb 16, 2020, 6:49 AM IST

ভিন্ন মত পোষণের কারণে কাউকে দেশদ্রোহী কিংবা অগণতান্ত্রিক আখ্যা দিলে তা সংবিধানকে আঘাত করা ৷ এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

Justice DY Chandrachud
ভিন্নমত পোষণ করলে দেশদ্রোহী, এ মন্তব্য সংবিধানকে আঘাত করে : চন্দ্রচূড়

আমেদাবাদ, 16 ফেব্রুয়ারি : কেউ ভিন্ন মত পোষণ করতেই পারেন ৷ ভিন্ন মত পোষণের কারণে কাউকে দেশদ্রোহী কিংবা অগণতান্ত্রিক আখ্যা দিলে তা আসলে বহুত্ববাদী সংবিধানের অবমাননা ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন এমনই ৷ আমেদাবাদের একটি অনুষ্ঠানে এসে শুক্রবার বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিরুদ্ধ মত প্রকাশ করলেই কাউকে দেশদ্রোহী কিংবা গণতন্ত্রবিরোধী বলে দাগিয়ে দেওয়া উচিত নয় ৷ বিরোধিতাই গণতন্ত্রকে সুরক্ষিত রাখে ৷ বৈচিত্রের মধ্যে ঐক্যই যে দেশের ভিত্তি, সেকথাও উল্লেখ করেন তিনি ।

তাঁর কথায়, ''সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে ৷ এ জাতীয় মন্তব্য সংবিধানকে আঘাত করা ছাড়া আর কিছু নয় ৷ মুক্ত বা স্বাধীন গণতন্ত্র নাগরিকের মতপ্রকাশকে নিশ্চিত করে ৷ বিরুদ্ধ মত রুখতে বা দমন করতে যদি রাষ্ট্রশক্তিকে কাজে লাগানো হয়, তাহলে ভয়ের পরিবেশ তৈরি হয়।'' প্রতিটি বিষয়ে নাগরিকের সুচিন্তিত মতামত, প্রতিবাদের অধিকার, ভিন্নমত পোষণের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিচারপতি ৷

সংখ্যালঘুদের মতামতের গুরুত্বের কথাও বক্তব্য পেশের সময উল্লেখ করেন বিচারপতি চন্দ্রচূড় ৷ সংখ্যালঘুদের মতামতকে গুরুত্ব দিতে হবে ৷ কোনওরকমভাবেই যাতে কণ্ঠরোধ না করা হয় তাদের, সেকথাও বলেন ৷ আদর্শ গণতন্ত্র সংখ্যালঘু স্বরকে চেপে দেবে না ৷ বরং মর্যাদা দেবে ৷

প্রতিবাদের ক্ষেত্রেও বাধাপ্রদান করা ঠিক নয়, বরং বিবেচনার মাধ্যমে স্থান নির্বাচন করে দেওয়ার কাজটা জরুরি, একথাও বলেন তিনি ৷

Last Updated :Feb 16, 2020, 6:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.