ETV Bharat / bharat

কোরোনা ভাইরাসের মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি, দাবি ইজ়রায়েলের

author img

By

Published : May 6, 2020, 7:17 PM IST

ইজ়রায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিকাল রিসার্চ (IIBR) কোরোনা ভাইরাসের মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেছে। এই অ্যান্টিবডি কোরোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারবে ।গত মাসে IIBR ইঁদুরদের উপরে তার অ্যান্টিবডি-ভিত্তিক ভ্যাকসিন প্রোটোটাইপ পরীক্ষা করা শুরু করে। এই অ্যান্টিবডিটি কোরোনা ভাইরাসের প্রোটিন চেনকে ভেঙে দেবে । মঙ্গলবার ইজ়রায়েলের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

Israel
অ্যান্টিবডি

দিল্লি,6 মে : ভাঙবে কোরোনা ভাইরাসের প্রোটিন চেন ৷ তৈরি মনোক্লোনাল অ্যান্টিবডি ৷ ইজরায়েলের দাবি এমনই ৷

প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, তাঁদের দেশের গবেষণাগারে কোরোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে । বেনেট দাবি করেন, ইজ়রায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিকাল রিসার্চ (IIBR) কোরোনা ভাইরাসের মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেছে। এই অ্যান্টিবডি কোরোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে পারবে ।

গত মাসে IIBR ইঁদুরদের উপরে তার অ্যান্টিবডি-ভিত্তিক ভ্যাকসিন প্রোটোটাইপ পরীক্ষা করা শুরু করে। এই অ্যান্টিবডিটি কোরোনা ভাইরাসের প্রোটিন চেনকে ভেঙে দেবে । মঙ্গলবার ইজ়রায়েলের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

এই আবিষ্কারকে এক 'বড় সাফল্য' হিসাবে অভিহিত করে প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট বলেন যে এই মনোক্লোনাল অ্যান্টিবডি আক্রান্ত ব্যক্তির দেহের মধ্যে থাকা কোরোনা ভাইরাসকে আক্রমণ করে তাকে প্রতিহত করবে । দ্য টাইমস অফ ইজ়রায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন ।

বেনেট বলেন, এই অসাধারণ সাফল্যে আমি এই গবেষকদের জন্য খুব গর্বিত । ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অফিস থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে । কিন্তু এই অ্যান্টিবডি মানব শরীরে পরীক্ষা হয়েছে কিনা সে বিষয়ে বিবৃতিতে কোনও স্পষ্ট করা হয়নি । গত মার্চে ইজ়রায়েলের দৈনিক হারেৎজ জানায়, IIBR-এর বিজ্ঞানীরা কোরোনা সংক্রমিতদের শরীরে অ্যান্টিবডি উৎপাদন ও ভ্যাকসিন তৈরির ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে।

বেনেটের বক্তব্যে সেই অগ্রগতির বিষয়টিই নতুন করে তুলে ধরা হয়েছে নাকি এই অ্যান্টিবডি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে তা সকলের কাছে এখনও পরিষ্কার নয়।

ইতিমধ্যে ইজ়রায়েল প্রথম ভ্যাকসিন তৈরির জন্য পরিকল্পনা তৈরি করে । দেশের দক্ষিণে ছোট্ট শহর ইয়ারুহামে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করা হয়।

দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ারুহামের স্থানীয় কাউন্সিলের এক মুখপাত্র পরিকল্পনাটি প্রকাশ করেছেন, যা ইজ়রায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিকাল রিসার্চ (IIBR) এবং একটি আন্তর্জাতিক ওষুধ সংস্থার অংশীদারিতে রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভ্যাকসিন তৈরির জন্য একটি মডেল তৈরি করা হয়। মডেল অনুসারে, ইয়ারুহামে বিভিন্ন ধরনের দশ লাখ ভ্যাকসিন ইউনিট তৈরি করবে, যা মহামারীর সময়েও দেশকে স্বনির্ভর করতে সহায়তা করবে।ইজ়রায়েল সরকার এই মডেলটি অনুমোদন করলে ভ্যাকসিন তৈরির অনুমতি ওই ওষুধ সংস্থাকে দেওয়া হবে,এমনকী IIBR এর ভ্যাকসিন তৈরির কাজ সম্পূর্ণ হওয়া ও ভ্যাকসিনের অনুমোদনের আগেই অনুমতি দিয়ে রাখা হবে বলে রিপোর্টে জানানো হয়েছিল।

চুক্তি অনুসারে, ইয়ারুহামে স্থানীয় কাউন্সিল ভ্যাকসিন তৈরির জন্য পরিকাঠামো সরবরাহ করবে । IIBR গবেষণার দিকটি লক্ষ্য রাখবে । তবে, মডেলটি এখনও তৃতীয় অংশীদারের উপর নির্ভর করে আন্তর্জাতিক অপারেশন, বিপণন ও বিতরণের উদ্দেশ্যে অনিশ্চিত হয়ে আছে বলে প্রতিবেদনে দাবি বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম দুটি আন্তর্জাতিক ফার্মাসিউটিকাল সংস্থার (একটি ভারতের এবং অন্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের ) সঙ্গে আলোচনা চলছে। IIBR বলেছে যে COVID-19 অ্যান্টিবডির পেটেন্ট করার এবং তার বাণিজ্যিক উন্নয়নের জন্য একটি চুক্তি সুরক্ষিত করার কাজ চলছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.