ETV Bharat / bharat

15 ডিসেম্বর থেকে শুরু রেলে নিয়োগের পরীক্ষা

author img

By

Published : Sep 5, 2020, 10:06 PM IST

রেলে নিয়োগের পরীক্ষা শুরু হবে 15 ডিসেম্বর থেকে । আজ রেলমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় ।

aa
ট্রেন

দিল্লি, 5 সেপ্টেম্বর : 15 ডিসেম্বর থেকে শুরু হবে রেলে নিয়োগের পরীক্ষা । কম্পিউটার বেসড টেস্ট (CBT) হবে । তিন বিভাগে শূন্যপদ রয়েছে । নন-টেকনিকাল ক্যাটাগরি, লেভেল ওয়ান ক্যাটাগরি, আইসোলেটেড ও মিনিস্টেরিয়াল ক্যাটাগরির জন্য লোক নেওয়া হবে । NTPC-র শূন্যপদ রয়েছে 35208টি ( নন টেকনিকাল পপুলার ক্যাটাগোরিস- গার্ড, অফিস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক), আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়াল ক্যাটাগরিতে 1663টি শূন্যপদ রয়েছে (স্টেনো এবং শিক্ষক) এবং লেভেল 1-এর শূন্যপদ রয়েছে 103739টি (ট্র্যাক মেন্টেনার্স, পয়েন্টসম্যান ইত্যাদি) । রেলে মোট 1 লাখ 40 হাজার 640টি শূন্যপদে লোক নেওয়া হবে । তিনটি বিভাগের শূন্যপদের জন্য আবেদনের সংখ্যা এসেছে প্রায় 2 কোটি 42 লাখ । নিয়োগ পরীক্ষা শুরু হবে আগামী 15 ডিসেম্বর থেকে । তারপরেই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

আবেদনের স্ক্রুটিনি পক্রিয়া আগেই শেষ হয়েছিল । কিন্তু কোরোনার প্যানডেমিকের জেরে পিছিয়ে যায় পরবর্তী ধাপ । পিছিয়ে যায় পরীক্ষা । আজ রেল মন্ত্রকের তরফে পরীক্ষার কথা জানানো হয়েছে । তবে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রাখা হচ্ছে । মানতে হবে সোশাল ডিসেন্সসহ অন্যান্য স্বাস্থ্যবিধি ।

কোরোনার জেরে টানা ছ'মাস বন্ধ রয়েছে ট্রেন চলাচল । চলছে শুধু স্পেশাল ট্রেন । পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে মালগাড়ি ও পার্সেল স্পেশাল ট্রেনে । তবে ধাপে ধাপে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ভাবনাচিন্তা করছে রেলমন্ত্রক । আসতে চলেছে ট্রেনের নতুন সময়সূচি বা টাইম টেবিল । পাশাপাশি এমন বহু রুটে ট্রেন চলছে যেগুলিতে তেমন যাত্রী ভিড় হয় না । সেইরকম বেশ কিছু ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা চলছে । অন্যদিকে যেসব রুটগুলিতে চাহিদা রয়েছে সেই রুটগুলিতে ট্রেনের সংখ্যা আরও বাড়তে চলেছে । চলতি মাসের 12 সেপ্টেম্বর থেকেই বাড়ছে স্পেশালের সংখ্যা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.