ETV Bharat / bharat

কোন ভারতীয় কম্পানিগুলিতে চিনের বিনিয়োগ রয়েছে ?

author img

By

Published : Jun 17, 2020, 6:04 PM IST

দেশজুড়ে চিনা পণ্য বয়কটের দাবি জোরদার হয়েছে ৷ জানেন কি একাধিক ভারতীয় কম্পানিতে চিনের বিনিয়োগ রয়েছে ৷ এই তালিকায় আপনার পছন্দের কম্পানিটি নেই তো ? জেনে নিন কোন ভারতীয় কম্পানিগুলিতে চিনের বিশাল পরিমাণে বিনিয়োগ রয়েছে ৷

india and china
ভারত ও চিন

হায়দরাবাদ, 17 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় সোমবার রাতে সংঘর্ষে জড়ায় দু'পক্ষ ৷ তাতে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান ৷ আর তারপরই দেশজুড়ে চিনা পণ্য বয়কটের দাবি জোরদার হয়েছে ৷ তাই এই সময়ে জেনে নেওয়া প্রয়োজন যে কোন ভারতীয় কম্পানিগুলিতে চিনের বিশাল পরিমাণ বিনিয়োগ রয়েছে ৷

একনজরে জেনে নেওয়া যাক কোন ভারতীয় কম্পানিগুলিতে চিনের বিনিয়োগ রয়েছে-

পেটিএম

চিনের আলিবাবা গ্রুপ মোবাইল ওয়ালেট কম্পানি পেটিএম-এ বিনিয়োগ করেছে ৷ মোট 400 মিলিয়ন অ্যামেরিকান ডলার বিনিয়োগ করেছে আলিবাবা গ্রুপ ৷

paytm
চিনের আলিবাবা গ্রুপের বিনিয়োগ রয়েছে

ফ্লিপকার্ট

চিনের স্টেডভিউ ক্যাপিটাল ও টেনসেন্ট হোল্ডিংস কম্পানি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে বিনিয়োগ করেছে ৷ এই দুটি চিনা কম্পানি 300 মিলিয়ন অ্যামেরিকান ডলারেরও বেশি বিনিয়োগ করেছে ৷

Flipkart
চিনের স্টেডভিউ ক্যাপিটাল ও টেনসেন্ট হোল্ডিংস কম্পানির বিনিয়োগ রয়েছে

জ়োম্যাটো

চিনের আলিবাবা গ্রুপ, আলিপে সিঙ্গাপুর হোল্ডিং প্রাইভেট লিমিটেড, অ্যান্ট ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপ ও শুনওয়েই ক্যাপিটা নামক কম্পানিগুলি অনলাইন ফুড ডেলিভারি কম্পানি জ়োম্যাটোতে বিনিয়োগ করেছে ৷ জ়োম্যাটোতে 200 মিলিয়ন অ্যামেরিকান ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এই কম্পানিগুলি ৷

zomato
একাধিক চিনা কম্পানির বিনিয়োগ রয়েছে জ়োম্যাটোতে

সুইগি

মেইতুয়ান ডিয়ানপিংগ, হিলহাউজ় ক্যাপিটাল, টেনসেন্ট হোল্ডিংস ও SAIF পার্টনার যৌথভাবে 500 মিলিয়ন অ্যামেরিকান ডলারেরও বেশি বিনিয়োগ করেছে সুইগিতে ৷

SWIGGY
চিনের একাধিক কম্পানির বিনিয়োগ রয়েছে

ওলা

টেনসেন্ট হোল্ডিংস, স্টেডভিউ ক্যাপিটাল, শেইলিং ক্যাপিটাল, ইটার্নাল ইয়েল্ড ইন্টারন্যাশনাল লিমিটেড ও চায়না-ইউরায়সিয়ান ইকোনমিক কো-অপারেশন ফান্ড নামক চিনের কম্পানিগুলি 500 মিলিয়নেরও অধিক ডলার বিনিয়োগ করেছে অনলাইন ক্যাব বুকিং কম্পানি ওলাতে ৷

OLA
চিনের একাধিক কম্পানির বিনিয়োগ রয়েছে ওলাতে

বাইজু'স

চিনের টেনসেন্ট হোল্ডিংস কম্পানি 50 মিলিয়ন অ্যামেরিকান ডলারের অধিক বিনিয়োগ করেছে এই অনলাইন এডুকেশন টেকনোলজি কম্পানি বাইজু'স-এ ৷

BYJU'S
চিনের টেনসেন্ট হোল্ডিংস কম্পানির বিনিয়োগ রয়েছে

বিগ বাসকেট

আলিবাবা গ্রুপ ও টি আর ক্যাপিটাল নামক চিনের কম্পানি দুটি 250 মিলিয়ন অ্যামেরিকান ডলারের অধিক বিনিয়োগ করেছে অনলাইন গ্রসারি প্ল্যাটফর্ম বিগ বাসকেট-এ ৷

bigbasket
চিনের দুটি কম্পানির বিনিয়োগ করেছে বিগ বাসকেটে

স্ন্যাপডিল

চিনের আলিবাবা গ্রুপ স্ন্যাপডিলেও বিনিয়োগ করেছে ৷ একইসঙ্গে স্ন্যাপডিলে বিনিয়োগ করেছে চিনের FIH মোবাইল লিমিটেড কম্পানিটি ৷ স্ন্যাপডিলে চিনা কম্পানি দু'টির বিনিয়োগের পরিমাণ 700 মিলিয়ন অ্যামেরিকান ডলারেরও অধিক ৷

snapdeal
চিনের দুটি কম্পানির বিনিয়োগ রয়েছে স্ন্যাপডিলে

ওইও

চিনের কম্পানি ডিডি চুজ়িং ও চায়না লজিং গ্রুপ ওইও-তে 100 মিলিয়ন অ্যামেরিকান ডলারের অধিক বিনিয়োগ করেছে ৷

এইগুলি ছাড়াও উড়ান, খাতাবুক অ্যাপ, হাইক, ড্রিম 11, মেক মাই ট্রিপ, পেটিএম মল, কুইকর, শেয়ার চ্যাট, লেন্সকার্ট-সহ একাধিক কম্পানিতেও চিনের বিনিয়োগ রয়েছে ৷

OYO
চিনের কম্পানি ডিডি চুজ়িং ও চায়না লজিং গ্রুপ বিনিয়োগ করেছে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.