ETV Bharat / bharat

"কোরোনা সতর্কতা মেনে গণতন্ত্রের উৎসবে শামিল হন " , বিহারবাসীর উদ্দেশে আবেদন প্রধানমন্ত্রীর

author img

By

Published : Oct 28, 2020, 10:43 AM IST

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন , " আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ । প্রত্যেক ভোটদাতাকে অনুরোধ , কোরোনা সতর্কতা মেনে আপনারা গণতন্ত্রের এই উৎসবে শামিল হন । দুই গজ দূরত্ব বজায় রাখার কথা মনে রাখুন এবং অবশ্যই মাস্ক পরুন । "

Narendra Modi
নরেন্দ্র মোদি

দিল্লি , 28 অক্টোবর : বিহার বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে । ভোটগ্রহণ চলাকালীন বিহারবাসীর উদ্দেশে টুইট-বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান তিনি ।

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, "আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ । প্রত্যেক ভোটদাতাকে আমার অনুরোধ , কোরোনা সতর্কতা মেনে আপনারা গণতন্ত্রের এই উৎসবে শামিল হন । দুই গজ দূরত্ব বজায় রাখার কথা মনে রাখুন এবং অবশ্যই মাস্ক পরুন । "

আজ বিহারে প্রথম দফায় 71টি আসনে ভোট চলছে । এই দফায় ভোটের ময়দানে লড়ছেন 1 হাজার 66 জন প্রার্থী । তাঁদের মধ্যে 114 জন মহিলা । সকাল 7 টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে । সকাল 9টা পর্যন্ত 5.32 শতাংশ ভোট পড়েছে ।

  • बिहार विधानसभा चुनावों में आज पहले दौर की वोटिंग है।

    सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे कोविड संबंधी सावधानियों को बरतते हुए, लोकतंत्र के इस पर्व में अपनी हिस्सेदारी सुनिश्चित करें।

    दो गज की दूरी का रखें ध्यान, मास्क जरूर पहनें।

    याद रखें, पहले मतदान, फिर जलपान!

    — Narendra Modi (@narendramodi) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম দফার ভোটে ময়দানে নেমেছেন নীতীশ কুমারের মন্ত্রিসভার আধ ডজন হেভিওয়েট । তালিকায় রয়েছেন কৃষ্ণনন্দন বর্মা, প্রেম কুমার, জয়কুমার সিং, সন্তোষকুমার নিরালা, বিজয় সিনহা এবং রামনারায়ণ মণ্ডলের মতো মন্ত্রীরা । দেশজুড়ে কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার বড় কোনও নির্বাচন হচ্ছে দেশে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.