ETV Bharat / bharat

ভারী বৃষ্টির জেরে কেরালার মুন্নেরে ধস, মৃত 13

author img

By

Published : Aug 7, 2020, 12:55 PM IST

Updated : Aug 7, 2020, 4:59 PM IST

ইড়ুক্কি জেলার রাজামালার এই ধসে কমপক্ষে 80 জনের আটকে পড়ার খবর পাওয়া যায় । যার মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে । 13 জনের মৃত্যু হয়েছে ।

Kerala
কেরালায় বন্যা পরিস্থিতি

তিরুবনন্তপুরম, 7 অগাস্ট : আরব সাগর সংলগ্ন উপকূলে মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় । দক্ষিণী ও পশ্চিমী বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে আরব সাগর থেকে । যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে কেরালায় । আগামী চার-পাঁচ দিনও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরাজ্যে । ইতিমধ্যেই ওয়াইনাড, মালাপ্পুরম সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । আজ সকালে ইড়ুক্কি জেলায় ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের ।

গতকাল থেকে আজ সকাল পর্যন্ত কেরালায় মোট তিনটি ধসের খবর পাওয়া যায় । যার মধ্যে ওয়াইনাডের ধসে হতাহতের কোনও খবর নেই । কিন্তু ধসের জেরে দু'টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । জলে তলিয়ে গেছে একাধিক গাছ । জলের তলায় রয়েছে ওয়াইনাডের কয়েকটি এলাকার চাষজমি ।

আজ সকাল 9টা নাগাদ ইড়ুক্কি জেলার রাজামালায় ধস নামে । সেখানে কমপক্ষে 80 জন আটকে পড়েছে । যার মধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে । 13 জনের মৃত্যু হয়েছে । উদ্ধারকাজে নেমেছে NDRF-র দু'টি টিম । টানা ভারী বৃষ্টিতে উদ্ধারকাজেও বেগ পেতে হচ্ছে তাদের ।

রাজামালায় চলছে উদ্ধারকাজ

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, NDRF-এর টিম কাজ করছে । উদ্ধারকাজ চলছে । শুধু NDRF-ই নয়, পুলিশ, দমকল বাহিনী এবং বনদপ্তরের কর্মীদেরও উদ্ধারকাজে হাত লাগাতে বলা হয়েছে । স্পেশাল টাস্ক ফোর্সের 50 জন উদ্ধারকাজে হাত লাগিয়েছে ।

প্রত্যক্ষদর্শীদের কখায়, হঠাৎই খুব জোরে আওয়াজ হয় । তাঁরা এসে দেখেন, বাড়ি-ঘর ভেসে যাচ্ছে । জলের স্রোতও ছিল বেশি । অনেকেই বাঁচার জন্য এদিক-ওদিক ছুটছিলেন কিন্তু জলের তোড়ে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি । কাদা-মাটির তলায় অনেকেই আটকে রয়েছে ।

Kerala
ইড়ুক্কি জেলায় ধস

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, 15টি মোবাইল মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স রয়েছে এলাকায় । দরকারে আরও পাঠানো হবে ।

11 অগাস্ট ইড়ুক্কি, মালাপ্পুরম ও ওয়াইনাডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন । একাধিক জায়গায় জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা ।

ওয়াইনাডে বন্যা পরিস্থিতি, ধসে ক্ষতিগ্রস্ত বাড়িঘর
Last Updated : Aug 7, 2020, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.