ETV Bharat / bharat

লেহতে মোতায়েন HAL-এর তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার

author img

By

Published : Aug 12, 2020, 10:11 PM IST

HAL
HAL

LCH-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ এরিয়া অফ রেসপন্সিবিলিটি (AOR) এবং অতি উচ্চতায় সক্ষমভাবে হামলা করার দক্ষতা । পরিবর্তিত পরিস্থিতিতে অত্যাধিক উচ্চতায় পর্যাপ্ত অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে LCH-এর ।

বেঙ্গালুরু , 12 অগাস্ট : পার্বত্য অঞ্চলে অভিযানে সক্ষম দু'টি লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH) তৈরি করেছে HAL । যুদ্ধকালীন তৎপরতায় তৈরি এই দু'টি লাইট কমব্যাট হেলিকপ্টার লেহ সেক্টরে মোতায়েন করা হয়েছে ।

বায়ু সেনার ভাইস চিফ এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরা , HAL-এর বিমান পাইলট উইংয়ের প্রশাসক সুবাস পি জন-এর সঙ্গে এই হেলিকপ্টারের মহড়ায় অংশ নিয়েছিলেন ।

স্থানীয় হেলিপ্যাডগুলোর মধ্যে সবচেয়ে পিচ্ছিল প্যাডে সফলভাবে অবতরণ করে হ্যাল নির্মিত এই কমব্যাট কপ্টার । এছাড়াও হিমালয়ের দুর্গম অঞ্চলে প্রচণ্ড ঠান্ডাতেও সফলভাবে কাজ করতে পারে ভারতীয় বিমান বাহিনীর এই হাতিয়ার ।

LCH-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সম্পূর্ণ এরিয়া অফ রেসপন্সিবিলিটি (AOR) এবং অতি উচ্চতায় সক্ষমভাবে হামলা করার দক্ষতা । পরিবর্তিত পরিস্থিতিতে অত্যাধিক উচ্চতায় পর্যাপ্ত অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে LCH-র ।

HAL-র CMD আর মাধবন বলেন, "ভারতীয় সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট এবং বিশেষ প্রয়োজনীয়তা পূরণের জন্য HAL এই কপ্টারের নকশা তৈরি করে । এটি কপ্টার বিশ্বের সবচেয়ে হালকা হামলাকারী হেলিকপ্টার ।"

ভারতীয় বায়ুসেনা এবং স্থলসেনার একসঙ্গে প্রায় 160টি LCH প্রয়োজন । প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (DAC) 15 টি LCH-র প্রাথমিক ব্যাচের প্রস্তাবে সম্মতি দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.