ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় 16 হাজার কোটি টাকা বরাদ্দ, জানাল কেন্দ্র

author img

By

Published : Feb 8, 2021, 10:10 AM IST

ফসল
ফসল

কৃষকদের অংশগ্রহণের নিরিখে বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিশ্বের সর্ববৃহৎ ফসল বিমা ৷ প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম যোজনা । প্রতিবছর প্রায় 5.5 কোটি কৃষকদের আবেদনপত্র জমা পড়ে ।

দিল্লি, 8 ফেব্রুয়ারি : 2021-2022 অর্থবর্ষে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় 16 হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র । ফসল সুরক্ষা ও লাভের বেশিরভাগ পরিমাণ যাতে কৃষকরা পায় তার জন্যই এই যোজনা । কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের কৃষি কল্যাণ বিভাগ একটি বিবৃতিতে জানায়, গত অর্থবর্ষের বরাদ্দ মূল্যের তুলনায় এই অর্থবর্ষে বরাদ্দ মূল্য 305 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে । কেন্দ্রীয় সরকারের কৃষিক্ষেত্রের প্রতি দায়বদ্ধতা বাজেট বৃদ্ধির থেকে স্পষ্ট ।

কৃষিমন্ত্রকের তথ্য অনুযায়ী, 2016 সালের 13 জানুয়ারি প্রথম এই শস্যবিমা চালু করা হয় । সর্বনিম্ন প্রিমিয়ামে এবং কম ঝুঁকিতে সারাদেশের কৃষকদের জন্য এই প্রকল্প নজির গড়ে। কৃষকদের অংশগ্রহণের নিরিখে বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বিশ্বের সর্ববৃহৎ ফসল বিমা ৷ প্রিমিয়াম জমা দেওয়ার বিষয়ে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম যোজনা । প্রতিবছর প্রায় 5.5 কোটি কৃষকদের আবেদনপত্র জমা পড়ে । কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের কৃষি কল্যাণ বিভাগ গত পাঁচ বছরে এই যোজনার উপর যথেষ্ট কাজ করেছে বলে দাবি কেন্দ্রের । গঠনগত এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে পরিবর্তন ঘটিয়ে এই যোজনাকে নতুন করে তোলা হচ্ছে ।

বর্তমান বিবৃতিতে জানানো হয়েছে, শস্যের ক্ষতির বিষয়ে কোনও ঘটনা ঘটার 72 ঘণ্টার মধ্যে শস্যবিমা অ্যাপের মাধ্যমে রিপোর্ট দায়ের করতে হবে । এই রিপোর্ট দায়ের নিকটবর্তী কৃষি আধিকারিক কিংবা পরিষেবা কেন্দ্রেও করা যেতে পারে । কৃষকদের দাবি করা অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন : ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র আওতায় প্রচুর কৃষক এসেছেন, কমেছে বিপদের ঝুঁকি : মোদি

শস্যবিমা মোবাইল অ্যাপের মাধ্যমে জমির নাম নথিভুক্তকরণ, নিজেদের নাম নথিভুক্তকরণের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগতভাবে কৃষিজমি সংক্রান্ত একাধিক সুযোগ পাবে কৃষকরা । জমির উপগ্রহ চিত্র, ড্রোন, মেশিনের প্রশিক্ষণ, সহ একাধিক বিষয়ে সুবিধা পাবেন কৃষকরা । কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যোজনায় যত সংখ্যক কৃষক নাম নথিভুক্ত করেছেন তার মধ্যে 84 শতাংশ ছোটো এবং মাঝারি চাষি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.