ETV Bharat / bharat

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এগিয়ে মেয়েরা, মেধাতালিকা প্রকাশ করছে না CBSE

author img

By

Published : Jul 13, 2020, 9:11 PM IST

girls outshone boys in CBSE finals
CBSE finals

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছেলেদের ছাপিয়ে গেল CBSE-র মেয়েরা । গত বছরের তুলনায় মোট সফলতার হার বেড়েছে 5.38 শতাংশ ।

দিল্লি, 13 জুলাই : দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা । আজ ঘোষণা করল CBSE । একইসঙ্গে বর্তমান কেরোনা পরিস্থিতির কথা বিচার করে মেধাতালিকা প্রকাশ না করার সিদ্ধান্তও জানিয়েছে বোর্ড ।

ছেলেদের তুলনায় 5.96 শতাংশ এগিয়ে রয়েছে মেয়ে পড়ুয়ারা । গত বছরের তুলনায় মোট সফলতার হার বেড়েছে 5.38 শতাংশ । ত্রিবান্দ্রম অঞ্চলে পাশের হার সর্বোচ্চ 97.67 শতাংশ এবং সর্বনিম্ন পটনায় 74.57 শতাংশ ।

দেশজুড়ে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে বার্ষিক পরীক্ষা বাতিল হওয়ার পর একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল ঘোষণা করেছে CBSE (সেন্ট্রাল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন) । ফোর-পয়েন্টার স্কিম অনুসারে, ছাত্রছাত্রীদের সেরা পারফর্মিং বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে । তবে 400 জন পড়ুয়ার ফলাফল এই স্কিম অনুযায়ী গণনা করা যায়নি এবং তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের এক সিনিয়র কর্তা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.