ETV Bharat / bharat

বিদেশে মৃতদের দেহ দেশে ফেরানোর অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রকের

author img

By

Published : Apr 25, 2020, 11:30 PM IST

ETV Bharat Impact: Mortal remains of Indians who died abroad can be received, clarifies MHA
বিদেশে মৃতদের দেহ দেশে ফেরানোর অনুমতি দিল MHA

বিদেশে কোরোনা ভাইরাসে মৃতদের দেহ নিয়ে আসা হবে দেশে ৷ বিশ্বব্যাপী COVID-19-এর প্রাদুর্ভাবের ফলে সম্প্রতি বিদেশে মারা যাওয়া দেশের নাগরিকদের দেহ মিলবে তাদের আত্মীয়দের ৷ ভারতীয় ও OCI কার্ডধারীদের মৃতদেহ পাওয়া যাবে ৷ একথা জানাল স্বাস্থ্য এবং বিদেশ মন্ত্রণালয় (MHA) ৷

দিল্লি , 25 এপ্রিল : বিদেশে কোরোনা ভাইরাসে মৃতদের দেহ নিয়ে আসা হবে দেশে ৷ বিশ্বব্যাপী COVID-19-এর প্রাদুর্ভাবের ফলে সম্প্রতি বিদেশে মারা যাওয়া ভারতীয় নাগরিকদের দেহ পাবেন আত্মীয়রা ৷ ভারতীয় ও OCI কার্ডধারীদের মৃতদেহ পাওয়া যাবে ৷ একথা জানাল স্বাস্থ্য এবং বিদেশ মন্ত্রণালয় (MHA) ৷

আজ MHA থেকে একটি স্মারকলিপি জারি হয় ৷ সেখানে বলা হয়, ভারতীয় নাগরিক / OCI কার্ডধারীদের মৃতদেহ দেশে ফেরানোর কার্যক্রম অনুমোদিত হয়েছে ৷ জানান অভিবাসন বিভাগের একজন পরিচালক পর্যায়ের আধিকারিক । 25022/06/22 নম্বরে আজ জরুরীতম বিভাগের আওতায় জারি করা হয়েছে বিষয়টি ৷ NOC কাগজ জমা করে পরিবারের লোক মৃতদেহ নিতে পারবেন ৷ মৃতদেহ নেওয়ায় পাওয়া যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুমোদন ৷ যদিও এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা SOP অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হবে ৷ "

ETV Bharat Impact: Mortal remains of Indians who died abroad can be received, clarifies MHA
বিদেশে মৃতদের দেহ দেশে ফেরানোর অনুমতি দিল MHA

ইটিভি ভারত প্রথম এই বিষয়টি তুলে ধরেছিল ৷ উত্তরাখণ্ডের এক বাসিন্দা আবু ধাবিতে মারা যান ৷ তাঁর পরিবারের লোকেরা সমস্যায় পড়েন ৷ এরপরে বিষয়টি তুলে ধরা হয় । কিন্তু এরপর মৃতদেহটি দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হলেও দিল্লিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেই অনুমতি প্রত্যাখ্যান করে দেয় ৷ জানা যায়, এই ভাবে উত্তরাখণ্ড, পঞ্জাব ও কেরালার অধিবাসী চার মৃতের দেহ ফেরানো হয় ৷ পরে জানা যায়, ওই ব্যক্তির মৃত্যুর কারণ হৃদরোগে আক্রান্ত হওয়া ৷ কোরোনা নয় । আবু ধাবিতে ভারতীয় কনস্যুলেট থেকে লিখিত অনুমতি থাকা সত্ত্বেও ওই ব্যক্তিকে দেশে ফেরানো যায়নি ৷ তাঁর শেষকৃত্য পালন করা থেকে বঞ্চিত হয় পরিবার ৷

এরপর বিষয়টি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রীকে চিঠি দেন ৷ চিঠিতে তিনি গত সাম্প্রতিক 23 এপ্রিল বিদেশে মারা যাওয়া ভারতীয় পরিবারের সদস্যদের সমস্যার কথা তুলে ধরেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের গৃহীত কঠোর পদক্ষেপের কারণে মৃতদের পরিবারের সমস্যার মুখোমুখি হচ্ছেন । মৃতের পরিবারের লোকেরা যাতে প্রিয়জনের মরদেহ পেতে পারে সেই ব্যবস্থার কথা বলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.