ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ দেশের প্রতি এক নিষ্ঠুর রসিকতা : সোনিয়া গান্ধি

author img

By

Published : May 22, 2020, 6:56 PM IST

Updated : May 22, 2020, 7:05 PM IST

ছবি
ছবি

আজ দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলির মধ্যে বৈঠক হয় । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, JDS নেতা এইচ ডি দেবেগৌড়া সহ অন্যরা।

দিল্লি, 22 মে : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিরোধী দলগুলির মধ্যে বৈঠক হয় । সেখানেই আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । তাঁর বক্তব্য, বর্তমান সরকার গণতান্ত্রিক ভাবনা-চিন্তা ছেড়ে দিয়েছে । দেশের গরিবদের প্রতি কোনও সহানভূতি নেই তাদের । অর্থনৈতিক প্যাকেজে সংস্কারের নামে কোনওরকম বিবেচনা না করেই দিশাহীনভাবে কথা বলা হয়েছে । আর রাষ্টায়ত্ত সংস্থাগুলিকে বেচে দেওয়া হয়েছে।

সোনিয়া গান্ধির কথায়, এখন সমস্ত ক্ষমতা একটি অফিসেই কেন্দ্রীভূত । তা হল প্রধানমন্ত্রীর অফিস । সম্প্রতি বরাদ্দ আর্থিক প্যাকেজকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, "অর্থনীতি পঙ্গু হয়ে গেছে । এই পরিস্থিতিতে প্রত্যেক অর্থনীতিবিদ একটি বড় মাপের আর্থিক প্যাকেজ বরাদ্দের পরামর্শ দিচ্ছেন । তবে প্রধানমন্ত্রীর 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা আর পাঁচদিন ধরে অর্থমন্ত্রী তার যে বিবরণ দিয়েছেন, তা দেশের প্রতি এক নিষ্ঠুর রসিকতা ।"

লকডাউন অপরিকল্পিত । পাশাপাশি এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করছে তাও যথাযথ নয় বলে দাবি করেছেন সোনিয়া গান্ধি । তিনি বলেন, "প্রধানমন্ত্রী ভেবেছিলেন 21 দিনেই এই কোরোনা যুদ্ধ শেষ হয়ে যাবে । যা ভুল ছিল । মনে হচ্ছে, প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এই ভাইরাস থাকবে । আমার মনে হয়, লকডাউন কার্যকর করা নিয়ে বা লকডাউনের নিয়ম-নীতি নিয়ে সরকার নিজেই অনিশ্চিত । লকডাউন তোলা নিয়েও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই এদের কাছে ।" তিনি আরও বলেন, "পরিযায়ী শ্রমিকরা ছাড়াও যাঁরা নির্মমভাবে অবহেলিত হয়েছেন, তাঁদের মধ্যে জনসংখ্যার নিচের স্তরের 13 কোটি পরিবার রয়েছে । রয়েছেন ভাগচাষি, ভূমিহীন কৃষক, শ্রমিক, ছাঁটাই হওয়া কর্মী, দোকানদার, দেশের ছোটো, মাঝারি, সংগঠিত শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ।"

সোনিয়া গান্ধির বক্তব্য, "বর্তমান সরকারের কাছে কোনও সমাধান নেই । এটাই সবচেয়ে উদ্বেগজনক । দেশের গরিব-প্রান্তিকদের প্রতি এদের কোনও সহানুভূতি নেই । যা সত্য়িই খুব হৃদয় বিদারক ।"

আজকের ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, JDS নেতা এইচ ডি দেবেগৌড়া । তবে অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা সেখানে অনুপস্থিত ছিলেন ।

Last Updated :May 22, 2020, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.