ETV Bharat / bharat

লকডাউন : জামা মসজিদ চত্বরে ইদের রং যেন ফিকে

author img

By

Published : May 24, 2020, 4:16 PM IST

Jama masjid area
Jama masjid area

এইবার দিল্লির জামা মসজিদ চত্বরের ছবিটা অন্যবারের থেকে আলাদা । দিল্লি সরকার ইতিমধ্যেই দোকানগুলি জোড়-বিজোড় ভিত্তিতে খোলার অনুমোদন দিয়েছে । সেই মতোই আজ সকালে কয়েকটি দোকান খুলেছে । কয়েকজন ক্রেতাকেও দেখা যাচ্ছে সেই দোকানগুলিতে ।

দিল্লি, 24 মে : আগামীকাল ইদ । তবে এইবার দিল্লির জামা মসজিদ চত্বরের ছবিটা অন্যবারের থেকে আলাদা । ইদের কেনা-কাটার জন্য ভিড় ভেঙে পড়েনি দোকানগুলিতে । আজ সকালে কয়েকটি দোকানই সেখানে খোলা দেখা গেল । উৎসবের আমেজ নেই । লকডাউনে অন্যান্য বছরের কথাই মনে করছে জামা মসজিদ চত্বর ।

সম্পূর্ণ দেশে আগামীকাল ইদ পালন হবে । আজ কেরালা এবং জম্মু-কাশ্মীরে ইদ পালন হবে । জামা মসজিদের শাহি ইমাম সায়েদ আহমেদ বুখারি প্রত্যেক মানুষকে সরকারি নির্দেশিকা এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করেছেন ।

দিল্লি সরকার ইতিমধ্যেই দোকানগুলি জোড়-বিজোড় ভিত্তিতে খোলার অনুমোদন দিয়েছে । সেই মতোই আজ সকালে কয়েকটি দোকান খুলেছে । কয়েকজন ক্রেতাকেও দেখা যাচ্ছে সেই দোকানগুলিতে । ইদ উপলক্ষে কেনা কাটা করছেন তাঁরা । একজন ক্রেতা বললেন, “কয়েকটি দোকান এখানে খোলা রয়েছে । আমরা খুব সাধারণভাবেই এই বছর ইদ পালন করব ।” বাজারে ঘুরতেই দেখা গেল, কয়েকজন দোকানদার বিক্রি করছেন শিওয়াই বা শেমাই ।

এইরকম পরিস্থিতি ইদের আনন্দ হয়তো কম। কিন্তু স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রেতারা । সামাজিক দূরত্ব মেনেই কেনাকাটা চলছে । সবাই ভাবছেন মানুষের সুরক্ষার কথা । মার্চ মাস থেকে লকডাউন শুরু হওয়ায় প্রত্যেকেই ঘরে রয়েছেন । মেনে চলছেন কেন্দ্রের নির্দেশিকাগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.