ETV Bharat / bharat

বুরেভি : তামিলনাড়ু ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা শাহের

author img

By

Published : Dec 3, 2020, 4:36 PM IST

সাইক্লোন বুরেভির সতর্কতায় তামিলনাড়ু ও কেরালাকে সম্ভাব্য সকল সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । আজ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন অমিত শাহ ।

Cyclone Burevi
Cyclone Burevi

দিল্লি, 3 ডিসেম্বর : দক্ষিণ উপকূলে আসন্ন ঘূর্ণিঝড় বুরেভির স্থলভূমিতে আছড়ে পড়ার আগেই তামিলনাড়ু ও কেরালায় সব রকম সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সম্ভাব্য সকল সতর্কতা নিয়ে ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

এরপর একটি টুইটে অমিত শাহ লেখেন, "ঘূর্ণিঝড় বুরেভির আছড়ে পড়ার আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি । তামিলনাড়ু ও কেরালার মানুষকে সম্ভাব্য সবরকম সাহায্য করার জন্য প্রস্তুত মোদি সরকার । ইতিমধ্যে উভয় রাজ্যেই এনডিআরএফ-এর বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে ।"

  • Have spoken to Tamil Nadu CM Shri @EPSTamilNadu and Kerala CM Shri @vijayanpinarayi in the wake of Cyclone Burevi. Modi government is committed for all possible support to help people of Tamil Nadu and Kerala. Several teams of NDRF are already deployed in both the states.

    — Amit Shah (@AmitShah) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন বুরেভি । দক্ষিণ তামিলনাড়ু এবং দক্ষিণ কেরালায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি । শ্রীলঙ্কায় আছড়ে পড়ার পর শুক্রবার তিরুবনন্তপুরমের কাছ দিয়ে 90 কিলোমিটার বেগে বয়ে যাবে এই ঘূর্ণিঝড় । তাই কেরালার সাতটি জেলায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা । ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এনডিআরএফ-এর ফোর্থ ব্যাটেলিয়নের সদস্য ডি এস কুশওয়াহা জানান, "মোট আটটি টিম মোতায়েন রয়েছে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় । শেষ দুই দিনে তিরুবনন্তপুরমে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন । ভূমিধস ও বন্যার সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলিতে নজর রাখছি আমরা । বিপর্যয়ের সময় যাতে তৎক্ষণাৎ পৌঁছাতে পারি, তার জন্য আমাদের টিম সেখানে প্রস্তুত রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.