ETV Bharat / bharat

H1B ভিসা, কুয়েতের এক্সপ্যাট বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ সিংভির

author img

By

Published : Jul 9, 2020, 6:10 AM IST

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি H1B ভিসা স্থগিতকরণ ও কুয়েতের এক্সপ্যাট কোটা বিল নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন ।

Congress leader Avisekh manu singvi
Congress leader Avisekh manu singvi

দিল্লি, 8 জুলাই : অ্যামেরিকার H1B ভিসা স্থগিতকরণ ও কুয়েতের এক্সপ্যাট কোটা বিল নিয়ে বুধবার মোদি সরকারকে আক্রমণ করল কংগ্রেস । এই পদক্ষেপের পেছনে ভারতীয় বৈদেশিক নীতিতে যথেষ্ট ব্যর্থতা রয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ।

অ্যামেরিকার ইমিগ্রেশন বিভাগ ও শুল্ক প্রয়োগ বিভাগের ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে পরবর্তী সেমেস্টার পর্যন্ত যাদের অনলাইনে ক্লাস চলছে তাদের ভিসার জন্য কোন অনুমতি দেওয়া হবে না ।

অভিষেক মনু সিংভি বলেন, "কেন্দ্র বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে আসছে । কিন্তু অ্যামেরিকা এমন আচরণ করছে যেন ভারত নামে কোনও দেশই নেই । 4 জন H1B ভিসা প্রাপ্তের মধ্যে 3 জন ভারতীয় । অথচ একতরফা সিদ্ধান্ত নিয়েছে অ্যামেরিকা । তাহলে কোথায় গেল আমাদের কূটনীতি? কোথায় গেল সুপার পাওয়ার ইমেজ ?"

কংগ্রেস নেতারা ইতিমধ্যেই মোদি সরকারকে তীব্র সমালোচনা করতেও ছাড়েনি । তাদের কথায় অ্যামেরিকায় যেসব ভারতীয়রা দুর্ভোগের মধ্যে রয়েছে তাদের দিকে একটা বারের জন্য ফিরে তাকাচ্ছে না ভারত সরকার । এছাড়া প্রতিবছর 85 হাজার ভিসার অনুমোদন দেওয়া হয় অ্যামেরিকার তরফে, তার 70 শতাংশ ভারত নিয়ে থাকে ।

কংগ্রেস এই নেতা নরেন্দ্র মোদিকে এবিষয়ে কটাক্ষ করে বলেন, "সরকার তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়টি নিয়ে কেন মীমাংসা করেনি ?"

আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, " 2018-19 সালে অ্যামেরিকায় এক মিলিয়নের বেশি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী রয়েছেন । তার মধ্যে ভারতীয় প্রায় 5.5 শতাংশ ।"

অন্যদিকে কুয়েতের এক্সপ্যাট বিলের বিষয়ে বলতে গিয়ে সিংভি জানিয়েছেন, কুয়েতে ভারতীয়দের একটা বড় অংশ রয়েছে । প্রায় 1.45 মিলিয়ন । কুয়েতের জনসংখ্যা 4.3 মিলিয়ন । কুয়েত এক্সপ্যাট বিলের প্রভাবে প্রায় 8.5 লাখ ভারতীয় বেকার হয়ে পড়বে ।

আরও বলেছেন, "কুয়েত অর্থনীতিগত দিক দিয়ে আমাদের উপর নির্ভরশীল । কোন পরামর্শ ছাড়াই তারা প্রবাসী ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে । সেই সময় সরকার কী করছিল ?"

কোরোনা পরিস্থিতি মোকাবিলা করতে সরকার মার্চের শেষ থেকে লকডাউন জারি করেছে । এই পরিস্থিতিতে প্রায় 120 মিলিয়ন মানুষ কাজ হারিয়েছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট ক্ষতি হয়েছে বলে অভিযোগ করছেন সিংভি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.