ETV Bharat / bharat

গুরুগ্রামের হোটেলে একাধিক কংগ্রেস বিধায়ক, চাপের মুখে কমল নাথ সরকার

author img

By

Published : Mar 4, 2020, 8:23 AM IST

এক এক জন কংগ্রেস বিধায়ককে 25-35 কোটি টাকা করে দিয়ে দল থেকে ভাঙিয়ে নেওয়া হচ্ছে ৷ এই অভিযোগ আগেই করেছিলেন দিগ্বিজয় সিং ৷ এবার সেই বিধায়কদের একইসঙ্গে দেখা গেল গুরগাঁওয়ের এক হোটেলে ৷

Kamal Nath
কমল নাথ

গুরুগ্রাম, 4 মার্চ : মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে BJP শিবির ৷ এই অভিযোগ আগেই করেছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ অভিযোগ ছিল মধ্যপ্রদেশের সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টারও ৷ কংগ্রেস নেতার এই অভিযোগের ঠিক একদিন পরেই গুরুগ্রামের একটি হোটেল একসঙ্গে দেখা গেল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ককে ৷ আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

শাসক দল কংগ্রেসের তরফে অভিযোগ ছিল, তাদের চার বিধায়ক ও অন্য চার নির্দল বিধায়ক যারা সরকারের পক্ষে ছিল, মোট এই আট বিধায়ককে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছে BJP ৷ তাদেরকে গুরুগ্রামের এক হোটেলে জোর করে রেখে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিল কংগ্রেস ৷ এই গোটা ঘটনায় কমল নাথের দল আঙুল তুলেছে মধ্যপ্রদেশের এক প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ৷

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী তরুণ ভানোট জানিয়েছেন, "আমাদের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী বিশাহুলাল সিং আমাদের এই বিষয়ে সতর্ক করেছিলেন ৷ বলেছিলেন, তাদেরকে গুরুগ্রামের বিলাসবহুল হোটেলে জোর করে রেখে দেওয়া হয়েছে ৷ তাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না ৷ খবর পেয়ে, আমাদের দুই মন্ত্রী জয়বর্ধন সিং ও জিতু পাটওয়াড়ি ওই হোটেল গেছিলেন আমাদের বিধায়কদের সঙ্গে দেখা করতে ৷ তাদের হোটেলে ঢুকতে দেওয়া হয়নি ৷"

এই গোটা ঘটনায় তিনি অভিযোগ করছেন হরিয়ানার BJP শাসিত সরকার বিরুদ্ধেও ৷ বলছেন, "হরিয়ানায় BJP-র সরকার রয়েছে ৷ পুলিশও তাদের ৷" ওই হোটেলে মধ্যপ্রদেশের BJP বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রও সেই সময়ে ছিল বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তরুণ ভানোট ৷ অভিযোগ, সেই BJP বিধায়কই ঢুকতে বাধা দিয়েছেন মধ্যপ্রদেশের দুই মন্ত্রীকে ৷

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের অভিযোগ ছিল, নরোত্তম মিশ্রের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মিলে এই পরিকল্পনা করেছেন ৷ এক এক জন কংগ্রেস বিধায়ককে 25-35 কোটি টাকা করে দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি ৷

প্রসঙ্গত, গতবছরের জুলাইতেই বিরোধী দলনেতা গোপাল ভার্গভ মধ্যপ্রদেশের বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি আক্রমণ করেছিলেন কমল নাথের সরকারকে ৷ বলেছিলেন, "উপর থেকে একটি নির্দেশ, আর আপনাদের সরকার ভেঙে যাবে ৷" এবার কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে নেওয়ার অভিযোগ কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ? শুরু হয়েছে জোর জল্পনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.