ETV Bharat / bharat

চার বছরের শিশুকে ধর্ষণ, ধৃত ব্যক্তি

author img

By

Published : Dec 21, 2019, 9:24 AM IST

সুরাতে শিশু কন্যাকে ধর্ষণ। ঘটনায় শশী নামে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

rape
ছবি

সুরাত, 21 ডিসেম্বর : গুজরাতের সুরাতে এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

4 বছরের ওই শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে শশী নামে এক যুবকের বিরুদ্ধে ৷ বছর চব্বিশের শশী উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ সুরাতের পুলিশ কমিশনার আর বি ব্রহ্মভট্ট বলেন, ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভারতীয় দণ্ডবিধির 376 ধারা অনুযায়ী এবং POCSO আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ দেশজুড়ে একের পর এক ধর্ষণের খবরে সরব হয়েছে দেশবাসী ৷ ধর্ষণ আইনে সাজা আরও কঠোর করতে বলা হয়েছে ৷

Mumbai, Dec 21 (ANI): Bollywood celebrities attended the annual function of Dhirubhai Ambani International School in Mumbai. Kids of several celebrities study in the school. Shah Rukh Khan and Gauri Khan attended the event. Shah Rukh posed for the shutterbugs with son AbRam who had participated in the annual function. Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan also attended the event as their daughter Aaradhya studies in the same school. Sussanne Khan, Hrithik Roshan also marked their presence. Raveena Tondon and Farah Khan came in for the event.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.