ETV Bharat / bharat

PM কেয়ারস ফান্ডের সংসদ প্যানেল স্ক্রুটিনি আটকাল BJP

author img

By

Published : Jul 11, 2020, 3:57 PM IST

parliament
parliament

কোরোনা সংক্রমণ মোকাবিলায় একটি ত্রাণ তহবিল গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয় কেন্দ্রের তরফে ৷ গঠিত হয় PM কেয়ারস ফান্ড ৷ PM কেয়ারস ফান্ডের স্ক্রুটিনির পক্ষে সওয়াল করলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC) চেয়ারম্যান ৷ BJP-র তরফে জানানো হয়, তার কোনও প্রয়োজন নেই ৷

দিল্লি, 11জুলাই : প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ড নিয়ে এর আগেও বারবার সরব হয়েছেন বিরোধীরা ৷ কোন খাতে ব্যবহার করা হচ্ছে অনুদানের টাকা, সেই তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করার দাবিও তোলা হয়েছে৷ এইবার PM কেয়ারস ফান্ডের স্ক্রুটিনির পক্ষে সওয়াল করলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC) চেয়ারম্যান তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ৷ এই প্রস্তাবের বিরোধিতা PAC-র BJP সদস্যরা ৷ জানায়, তার কোনও প্রয়োজন নেই ৷

শুধুমাত্র BJP-ই নয়, অধীরের প্রস্তাবের বিরোধিতা করেন বিজু জনতা দলের নেতা ভারতুহারি মহতানি ৷ অধীর চৌধুরি PAC-র সদস্যদের দেশের কথা ভাবার পরামর্শ দেন ৷ এই স্ক্রুটিনির প্রয়োজনীয়তা নিয়ে ভাবার কথাও বলেন ৷

কোরোনা সংক্রমণ মোকাবিলায় একটি ত্রাণ তহবিল গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয় কেন্দ্রের তরফে ৷ গঠিত হয় PM কেয়ারস ফান্ড ৷ লকডাউন পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষকে সাহায্যের জন্য এবং দরিদ্র শ্রেণির মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয় ৷ PM কেয়ারস ফান্ডে অনুদান দেওয়ার আবেদন জানায় কেন্দ্র সরকার ৷ জরুরিকালীন পরিস্থিতিতে গঠিত এই ফান্ড কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল অফ ইন্ডিয়া (CAG)-র অডিটের আওতায় পড়ে না ৷

মূলত এই কারণ দেখিয়েই অধীরের প্রস্তাবের বিরোধিতা করেন PAC-র শাসকদলের সদস্যরা ৷ তাঁরা স্পষ্ট জানান, এই ফান্ড সংসদ অধীনস্থ নয় ৷ তাই এই কমিটি খতিয়ে দেখতে পারে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.