ETV Bharat / bharat

3 সন্তানকে খুন করে আত্মঘাতী যুবক

author img

By

Published : Nov 13, 2020, 9:03 PM IST

তদন্তে নেমে পুলিশ জেনেছে, দু’মাস আগে জনকরাজের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য়া করেন ৷ সেই ঘটনার পর থেকেই তিন সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে যান জনকরাজ ৷ সেই থেকেই অবসাদে ভুগতে শুরু করেন এবং তিন সন্তানকে মেরে নিজে আত্মঘাতী হন তিনি ৷

bengaluru-father-kills-three-minor-children-commits-suicide
3 সন্তানকে হত্য়া করে, আত্মঘাতী বাবা

বেঙ্গালুরু, 13 নভেম্বর : জন্মসূত্রে নেপালের বাসিন্দা এক ব্য়ক্তি তাঁর 3 নাবালক সন্তানকে খুন করে আত্মহত্য়া করলেন ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মিকো লেআউট এলাকা ৷ মৃত যুবকের নাম জনকরাজ বিস্তা । বয়স 32 বছর ৷ তাঁর দুই কন্য়াসন্তান ও এক পুত্রসন্তানকে খুন করেন তিনি ৷ তাদের নাম সরস্বতী(14), ছোটো মেয়ে হেমাতি (9) ৷ এবং ছোটো তিন বছরের শিশু পুত্র ছিল ৷

তদন্তে নেমে পুলিশ জেনেছে, দু’মাস আগে জনকের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্য়া করেন ৷ সেই ঘটনার পর থেকেই তিন সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে যান জনকরাজ ৷ সেই থেকেই অবসাদে ভুগতে শুরু করেন এবং তিন সন্তানকে মেরে নিজে আত্মঘাতী হন তিনি ৷ ঘটনায় 4 জনের দেহ ভক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য় ৷ বেঙ্গালুরুর সাউথ ইস্ট ডিভিশনের DCP জোশী শ্রীনাথ মহাদেব ঘটনাস্থান পরিদর্শনে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.