ETV Bharat / bharat

জন্মদিনে মমতার শুভেচ্ছা, ধন্যবাদ মোদির

author img

By

Published : Sep 17, 2019, 5:34 PM IST

Updated : Sep 17, 2019, 5:58 PM IST

জন্মদিনে মমতার শুভেচ্ছা, ধন্যবাদ মোদির

সৌজন্যের রাজনীতিই গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য ৷ সেই সৌন্দর্যেরই প্রমাণ দিলেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী ৷

কলকাতা ও দিল্লি, 17 সেপ্টেম্বর : রাজনৈতিক দিক থেকে তাঁরা বিপরীত মেরুতে ৷ গত লোকসভা ভোটের সময় একে অপরের বিরুদ্ধে তাঁরা শাণিত ভাষায় আক্রমণ চালিয়েছেন বারবার ৷ কিন্তু রাজনৈতিক বিভেদ থাকলেও মানবিক সৌজন্যের পরিচয় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Birthday greetings to Prime Minister @narendramodi ji

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী কে জন্মদিনের শুভেচ্ছা

    — Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ অর্থাৎ 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির 69তম জন্মদিন ৷ সকালেই টুইটারে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সৌজন্য প্রধানমন্ত্রীর তরফে থেকেও ৷ মুখ্যমন্ত্রীর সে সৌজন্য বার্তার জবাব দিলেন তিনি ৷ ধন্যবাদ জানালেন ৷

তৃণমূল এবং BJP রাজনৈতিক চাপানউতর ক্রমেই সপ্তমে চড়েছে গত লোকসভা নির্বাচনের সময় থেকেই ৷ মোদি-মমতার দূরত্ব বেড়েছে ৷ একাধিক ইশুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী ৷ এমনকী, মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণের পরেও অনুপস্থিত ছিলেন তিনি৷ কেন্দ্র-রাজ্য সংঘাত তীব্র হয়েছে ৷ মমতা যেমন মোদিকে আক্রমণ করেছেন, সুযোগ বুঝে তার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীও ৷ রাজনৈতিকভাবে বিরোধিতা তীব্র হলেও তাঁদের মধ্যে যে মানবিকতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, তা আরও একবার প্রমাণিত হল ৷

আজই মমতা দিল্লি রওনা হয়েছেন ৷ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ মোদির সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে তার মধ্যে ৷

Mohali (Punjab), Sep 17 (ANI): Indian Cricket Team batting Coach Vikram Rathour on September 17 hailed Rohit Sharma's batting skills by saying that he can bat tremendously in any cricket format he just have to get his game plan right. "He has done so well as an opener in white ball cricket so I don't see any reasons why he can't do well in red ball cricket," said Rathour. "If he gets his game plane right I think he can be a phenomenal player, if he come good than that will be a huge asset for the team," added Rathour. India will take on South Africa in 2nd T20 in Mohali on September 18.

Last Updated :Sep 17, 2019, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.