ETV Bharat / bharat

দেশের ব্যাঙ্ক-ব্যবস্থা চাপে রয়েছে : অভিজিৎ

author img

By

Published : Jan 27, 2020, 5:52 AM IST

Updated : Jan 27, 2020, 9:39 AM IST

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন নোবেলজয়ী । তিনি মনে করেন, বর্তমানে মুক্ত অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কমে গেলে দেশের অর্থনীতি অত্যন্ত সমস্যার সম্মুখীন হয় ।

Abhijit Banerjee
Abhijit Banerjee

জয়পুর, 27 জানুয়ারি : দেশের ব্যাঙ্ক ব্যবস্থা অত্যন্ত চাপের মধ্যে রয়েছে । বর্তমান সরকারের অবস্থা এই মুহূর্তে এতটা ভালো নয় যে এই সমস্যা থেকে উদ্ধার করতে এগিয়ে আসতে পারে । রবিবার জয়পুরের 13 তম লিটারারি ফেস্টিভ্যাল'-এ এই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে তার দাবি, অর্থনীতির এই নিম্নমুখী গতি শুধু অটোমোবাইল ক্ষেত্র নয়, সাধারণ মানুষকেও কেউ অত্যন্ত দোলাচলের মধ্যে ফেলে দিয়েছে ।

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "দেশের অর্থনীতির ক্ষেত্রে ব্যাঙ্কিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কিন্তু এই ক্ষেত্রটা সবথেকে সমস্যার মধ্যে আছে । সরকারের বর্তমান পরিস্থিতি এতটাই জটিল যে তারা কোনওভাবেই এই পরিস্থিতি থেকে মুক্ত করতে পারছে না ।"

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কথায়, "প্রতিনিয়ত গাড়ি এবং দুই চাকার বিক্রি কমছে । সাধারণ মানুষ এই সকল দ্রব্য কিনতে একেবারে স্বচ্ছন্দ নন এই মুহূর্তে ।" তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আশা প্রকাশ করেছেন নোবেলজয়ী । তাঁর কথায়, এই মুহূর্তে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো । তবে কতদিন পরিস্থিতি অনুকূল থাকবে সে সম্পর্কে আশার আলো দেখাতে পারেননি নোবেলজয়ী । অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন, কঠিন অর্থব্যবস্থা থেকে দেশ মুক্তি পাবে । তবে ভারতের হাতে এখন সেই পরিমাণ অর্থ নেই যা বর্তমান পরিস্থিতি থেকে দেশকে মুক্তি দিতে পারে ।

দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন নোবেলজয়ী । তিনি মনে করেন, বর্তমানে মুক্ত অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কমে গেলে দেশের অর্থনীতি অত্যন্ত সমস্যার সম্মুখীন হয় । এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার জন্য সরকারের নীতির অতি অবশ্যই পরিবর্তন দরকার বলে মনে করেন নোবেলজয়ী । তিনি মনে করেন, কিভাবে বিদেশি লগ্নি বাড়ানো যায় সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারের ।

পাশাপাশি বর্তমানে দেশে কোনও শক্তিশালী বিরোধী পক্ষ না থাকার বিষয়টিও উল্লেখ করেন নোবেলজয়ী । তিনি মনে করেন, যে কোনও গণতান্ত্রিক কাঠামোয় শক্তিশালী বিরোধী পক্ষেরই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ । মজবুত এবং শক্তিশালী বিরোধী পক্ষ থাকলে সরকার কাজের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হবে বলে মনে করেন নোবেলজয়ী । তাঁর বিশ্বাস, বিরোধীরা শক্তিশালী হলে দেশের অর্থনীতিকে মজবুত করতে সরকার সদর্থক পদক্ষেপ করতে বাধ্য হয় ।

Jehanabad (Bihar), Jan 26 (ANI): Bihar Police is providing required assistance to agencies probing the case of JNU student Sharjeel Imam for his controversial 'cut off Assam from India' remark. "Agencies probing the case had asked for the support of the Bihar Police. We are providing them with the required assistance," said Jehanabad Superintendent of Police, Maneesh when being asked about the raid at residence of Sharjeel Imam, who has been booked for a controversial comment. Imam, who hails from Jahanabad has been slapped with charges of sedition and inciting enmity between communities under Sections 124A, 153A and 505 of the Indian Penal Code (IPC).
Last Updated : Jan 27, 2020, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.