ETV Bharat / bharat

‘‘টুইট প্রত্য়াহার বা ক্ষমা চাইব না’’, অনড় কমেডিয়ান কুণাল কামরা

author img

By

Published : Nov 13, 2020, 10:39 PM IST

attorney-general-of-india-okays-contempt-proceeding-against-comedian-kunal-kamra
‘‘টুইট প্রত্য়াহার বা ক্ষমা চাইবো না’’, জানালেন কমেডিয়ান কুণাল

প্রসঙ্গত, কুণাল কামরার করা টুইটগুলির বিরুদ্ধে অ্য়াটর্নি জেনেরাল কে কে বেণুগোপালের কাছে মামলা দায়ের করতে চেয়ে আবেদন করেন আট জন নাগরিক ৷ যাঁদের মধ্য়ে কয়েকজন আইনজীবীও রয়েছেন ৷ গতকাল কে কে বেণুগোপাল সেই আবেদন মঞ্জুর করেছিলেন ৷ যেখানে কুণাল কামরার করা দু’টি টুইটকে আদালত অবমাননার মামলার জন্য় যথেষ্ট বলে জানান অ্য়াটর্নি জেনেরাল ৷

দিল্লি, 13 নভেম্বর : সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে টুইটারে করা সমালোচনা প্রত্য়াহার করবেন না স্ট্য়ান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা ৷ এমনকী সুপ্রিম কোর্টের কাছে তাঁর বিরুদ্ধে হওয়া আদালত অবমাননার মামলার জন্য় ক্ষমাও চাইবেন না তিনি ৷ এমনই জানালেন মুম্বইয়ের এই বিখ্য়াত স্ট্য়ান্ড আপ কমেডিয়ান ৷ প্রসঙ্গত, রিপাবলিক টিভির সঞ্চালক তথা ম্য়ানেজিং ডিরেক্টর অর্ণব গোস্বামীর জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত ৷ সেই রায়ের বিরুদ্ধেই টুইটারে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন কুণাল কামরা ৷

কুণাল কামরার করা টুইটগুলির বিরুদ্ধে অ্য়াটর্নি জেনেরাল কে কে বেণুগোপালের বেঞ্চের কাছে মামলা দায়ের করতে চেয়ে আবেদন করেন আট জন নাগরিক ৷ যাঁদের মধ্য়ে কয়েকজন আইনজীবীও রয়েছেন ৷ গতকাল কে কে বেণুগোপাল সেই আবেদন মঞ্জুর করেছিলেন ৷ যেখানে কুণাল কামরার করা দু’টি টুইটকে আদালত অবমাননার মামলার জন্য় যথেষ্ট বলে জানান অ্য়াটর্নি জেনেরাল ৷ যে টুইট দু’টিতে কুণাল লিখেছিলেন, এই বাড়িটা (সুপ্রিম কোর্ট) তাঁর সম্মান অনেক পিছনে ফেলে এসেছে ৷ দ্বিতীয় টুইটে কুণাল আরো আক্রমণাত্মক ভাষায় লেখেন, দেশের সুপ্রিম কোর্ট এখন দেশের সুপ্রিম হাস্য়রসে পরিণত হয়েছে ৷ তাই নয়, সুপ্রিম কোর্টের যে ছবি স্ট্য়ান্ড আপ কমেডিয়ান তাঁর টুইটারে ব্য়বহার করেছিলেন, সেটিকে গেরুয়া রঙে রাঙিয়ে দেন তিনি ৷

কুণাল কামরার এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে গতকাল জানিয়েছিলেন কে কে বেণুগোপাল ৷ আদালত অবমাননার মামলায় মঞ্জুরি দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন, "আমরা দেখছি কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে, বাক স্বাধীনতার নামে তাঁরা অতি সাহসের সঙ্গে সুপ্রিম কোর্ট এবং তাঁর বিচারপতিদের অবমাননা করতে পারেন ৷ তবে, সংবিধানের আওতায় বাক স্বাধীনতারও কিছু সীমাবদ্ধতা রয়েছে ৷ এবং মানুষকে বুঝতে হবে যে, সুপ্রিম কোর্টের অবমাননা করলে তার শাস্তি তাকে পেতেই হবে ৷"

আদালত অবমাননার প্রসঙ্গ নিয়ে সোশাল মিডিয়ায় ফের সরব হন কুণাল কামরা ৷ টুইটারে কুণাল লেখেন, তিনি তাঁর মন্তব্য় প্রত্য়াহার করবেন না বা ক্ষমা চাইবেন না ৷ কুণাল কামরার নয়া এই টুইটে নতুন করে তোলপাড় হতে শুরু করেছে সোশাল মিডিয়া ৷ অনেকে তাঁর এই ধরনের আচরণের সমালোচনাও করেছেন ৷ অর্ণব গোস্বামী অপরাধী কি না? তা বিচার প্রক্রিয়ায় রয়েছে ৷ তবে, সুপ্রিম কোর্টের তাঁকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য় কখনোই মেনে নেওয়া যায় না বলেই মত অধিকাংশের ৷ প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে 2018 সালে আর্কিটেক অনভয় নায়েক ও তাঁর মায়ের আত্মহত্য়ায় প্ররোচনার অভিযোগ রয়েছে ৷ অর্ণবের গ্রেপ্তারির এক সপ্তাহ পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তাঁকে জামিন দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.