ETV Bharat / bharat

শরদ পাওয়ারকে নেতা মেনে শপথ অজিতের, দাদাকে হাসিমুখে স্বাগত সুপ্রিয়ার

author img

By

Published : Nov 27, 2019, 12:18 PM IST

আজ মহারাষ্ট্র বিধানভবনের সামনে দাদা-বোনের হাসিমুখে ছবি দেখেই ঝলসে উঠল একের পর এক সাংবাদমাধ্যমের ক্যামেরা ৷ ছবিটাই বলে দিল, ভাঙেনি দল, ভাঙেনি পরিবার ৷ দাদা অজিত পাওয়ারকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুপ্রিয়া ৷ হাসি মুখে সংবাদমাধ্যমের সামনে দাঁড়ান তাঁরা ৷

Ajit Pawar takes oath
অজিত - সুপ্রিয়া

মুম্বই, 27 নভেম্বর : মুহূর্তে বদলে যাওয়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সে দিন অনেক বিতর্ক উসকে দিয়েছিল ৷ সুপ্রিয়া সুলে লিখেছিলেন, 'ভেঙে গেল দল এবং পরিবার' ৷ 100 ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবিটা ৷

আজ মহারাষ্ট্র বিধানভবনের সামনে দাদা-বোনের হাসিমুখে ছবি দেখেই ঝলসে উঠল একের পর এক সাংবাদমাধ্যমের ক্যামেরা ৷ ছবিটাই বলে দিল, ভাঙেনি দল, ভাঙেনি পরিবার ৷ বুধবার সকাল আটটা ৷ একের পর এক বিধায়ক আসেন বিধানভবনে ৷ সকালেই চলে এসেছিলেন শরদ পাওয়ারের মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলে ৷ দরজার সামনে দাঁড়িয়ে স্বাগত জানাতে থাকেন সকলকে ৷ বাসে করে আসেন NCP-র বিধায়করা ৷ সকলের সঙ্গে সুপ্রিয়া সুলের শুভেচ্ছা বিনিময় ৷ একটু বাদে আসেন অজিত পাওয়ার ৷ দাদাকে দেখেই এগিয়ে যান বোন সুপ্রিয়া ৷ জড়িয়ে ধরেন একে অপরকে ৷ দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুপ্রিয়া ৷ হাসি মুখে সংবাদমাধ্যমের সামনে দাঁড়ান তাঁরা ৷ ততক্ষণে খবর চাউর হয়ে গেছে, সুখের সংসারে নিভতে বসা প্রদীপ আবার আলো ফিরে পেল ৷

ঘড়িতে তখন ঠিক সাড়ে আটটা ৷ শুরু হল শপথ অনুষ্ঠান ৷ রাজ্যের সদ্য নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর । ততক্ষণে চলে এসেছেন দেবেন্দ্র ফড়নবিশ সহ অন্যান্যরা ৷ তাঁদের সঙ্গেও সু্প্রিয়ার শুভেচ্ছা বিনিময় হয়ে গেছেও ৷ আর পাঁচজনের মতো শপথ নিয়ে বাইরে আসেন অজিত পাওয়ার ৷ তাঁকে দেখেই ঘিরে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ৷ প্রশ্ন করার আগই নিজের অবস্থান স্পষ্ট করেন অজিত ৷ দাবি করেন তিনি NCP- তে ছিলেন-আছেন-থাকবেন ৷ উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ কিন্তু, সে সময় তিনি টুইট করে দাবি করেছিলেন শরদ পাওয়ারই তাঁর নেতা ৷

শরদ-অজিত-সুপ্রিয়ার মতবিরোধের বিষয়টিকে আর রাজনীতির রং দিতে চান না কেউ ৷ নিছক পারিবারিক ঘটনা বলে দায় এড়াচ্ছে দল ৷ দলের অন্যতম ক্ষমতাবান নেতা নবাব মালিকের দাবি, পরিবারে একটা সামান্য সমস্যা হয়েছিল ৷ মিটে গেছে ৷ বিষয়টি নিয়ে আর ভাবনার কিছু নেই ৷

তাহলে কি আবার পরিষদীয় নেতা হিসেবে অজিতকেই দায়িত্ব ফিরিয়ে দেবেন শরদ ৷ জিতেন্দ্র কোলাম্বাকরের নাম ইতিমধ্যেই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে ৷ তাহলে অজিত পাওয়ার কোন পদ-দায়িত্ব পাবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷

Mumbai, Nov 27 (ANI): After attending party meeting in Mumbai, BJP leader Ashish Shelar said that they will serve people by sitting in opposition. "In coming days we will serve people, sitting in the opposition. We received information that 'Maha Vikas Aghadi' is going to stake claim to form government with Uddhav Thackeray as Chief Minister, we congratulate them."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.