ETV Bharat / bharat

হাথরসে 1.25 কোটির গাঁজা উদ্ধার

author img

By

Published : Oct 23, 2020, 10:16 PM IST

স্থানীয় পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ৷ যার ফলে 840 কেজি গাঁজা উদ্ধার হয়েছে । যার মূল্য 1.25 কোটি টাকা ৷

840 kg cannabis worth Rs 1.25 cr seized in UP's Hathras
উত্তরপ্রদেশের হাথরসে 840 কেজি গাঁজা উদ্ধার

হাথরস, 23 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরস জেলায় 840 কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ ৷

হাথরসের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিনীত জয়সওয়াল জানান, গতকাল সাদাবাদ এলাকায় একটি ট্রাক ও একটি গাড়িতে ওই গাঁজা পাচারের সময় বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তিনি বলেন, "স্থানীয় পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ৷ সেই সময় 840 কেজি গাঁজা উদ্ধার হয়েছে । যার মূল্য 1.25 কোটি টাকা ৷ এই অভিযানে জড়িত আধিকারিকদের 15 হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷"

তিনি জানান, চালকরা পালাতে সক্ষম হলেও গাড়ি ও ট্রাকটি আটক করা হয়েছে ৷ গাড়ির মালিকদের তথ্যও সংগ্রহ করা হয়েছে ৷ NDPS অ্যাক্টের আওতায় সাদবাদ থানায় একটি FIR দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.