ETV Bharat / bharat

তেলাঙ্গানায় প্রবল বৃষ্টিতে মৃত 15, ভেসে গেল গাড়ি

author img

By

Published : Oct 14, 2020, 7:47 AM IST

Updated : Oct 14, 2020, 5:32 PM IST

GHMC এলাকায় আগামী কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷

প্রবল বৃষ্টিতে ভাসল গাড়ি, হায়দরাবাদে বোল্ডার পড়ে মৃত্যু শিশু সহ 8 জনের
প্রবল বৃষ্টিতে ভাসল গাড়ি, হায়দরাবাদে বোল্ডার পড়ে মৃত্যু শিশু সহ 8 জনের

হায়দরাবাদ, 14 অক্টোবর : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ ৷ 24 ঘণ্টা ধরে টানা বৃষ্টির জেরে কোথাও ভেসে গেল গাড়ি, কোথাও বাড়ির উপর ভেঙে পড়ল গাছ ৷ একই অবস্থা তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ৷ ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ জানিয়েছেন DCP সাউথ জ়োন গজ়ারাও ভূপাল ৷ সবমিলিয়ে বৃষ্টিতে তেলাঙ্গানায় মোট 15 জনের মৃত্যু হয়েছে ৷

বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ৷ বান্দলাগুড়ার ঘটনাস্থানেও যান তিনি ৷ টুইটারে শহরবাসীকে বাড়িতে থাকার আবেদন জানিয়ে তিনি লেখেন, "বান্দলাগুড়ার মহমেডিয়া হিলসে বাড়ির বাউন্ডারি ভেঙে 9 জনের মৃত্যু হয়েছে ৷ 2 জন আহত ৷ সামসেদাবাদে আটকে পড়া বাসের যাত্রীদের লিফট দিয়েছি ৷ জায়গাটির পরিদর্শনে গেছিলাম ৷ এবার নজিরবিহীন বৃষ্টি হয়েছে ৷ আপনাদের বাড়িতে থাকার অনুরোধ জানাচ্ছি ৷"

  • ...from where I will be going to Karwan

    The rains this year have been unprecedented & I appeal to all of you to stay indoors. If you are facing any difficulties, you can reach out to me on phone. All my corporators and MLAs are on field & will be there for whatever is required

    — Asaduddin Owaisi (@asadowaisi) October 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে তেলাঙ্গানার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে ৷ বনস্থলীপুরম, আটাপুর মেইন রোড, মুশেরাবাদ সহ বিভিন্ন এলাকায় কোমর পর্যন্ত জল জমে যায় ৷ জলের তোড়ে ভেসে গেছে গাড়ি ৷ টোলি চৌকি এলাকায় উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনী ৷ GHMC এলাকায় আগামী কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷

  • Most parts of GHMC area are likely to witness Heavy rainfall for the next few hours. Citizens are advised to stay indoors unless unavoidable.
    Dial 100 for Emergencies, 040-21111111 for any other assistance.
    For assistance from DRF Team dial 040-29555500. @KTRTRS @arvindkumar_ias

    — GHMC (@GHMCOnline) October 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের এনফোর্সমেন্ট, ভিজিলেন্স এবং ডিজ়াস্টার ম্যানেজমেন্টের ডিরেক্টর জানিয়েছেন, "শহরে নজিরবিহীন বৃষ্টি হয়েছে ৷ এলবি নগরে সর্বোচ্চ 25 মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে ৷ আরও কয়েক ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷"

হায়দরাবাদে প্রবল বৃষ্টিতে ভাসল গাড়ি

খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে ৷

Last Updated : Oct 14, 2020, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.