ETV Bharat / bharat

আজ BJP-তে যোগ দেবেন প্রাক্তন 5 কংগ্রেস বিধায়ক

author img

By

Published : Jun 27, 2020, 3:05 PM IST

Updated : Jun 27, 2020, 3:15 PM IST

রাজ্যসভা নির্বাচনের আগে পদত্য়াগ করেছিলেন পাঁচজন কংগ্রেস বিধায়ক ৷ আজ তাঁরা BJP-তে যোগ দেবেন বলে খবর ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

গান্ধিনগর, 27 জুন : রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন পাঁচ বিধায়ক ৷ আজ তাঁরা BJP-তে যোগ দেবেন বলে খবর ৷ BJP সূত্রে খবর, গুজরাতের সদর দপ্তর "কমলম"-এ তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে ৷

রাজ্যসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন এই পাঁচজন বিধায়ক ৷ তাঁরা হলেন- ধারির প্রাক্তন বিধায়ক জে ভি কাকাডিয়া, আবদাসার প্রাক্তন বিধায়ক প্রদ্যুমানসিন জাদেজা, কার্জনের প্রাক্তন বিধায়ক অক্ষয় প্যাটেল, কাপরাডার প্রাক্তন বিধায়ক জীতু চৌধরি ও মোরবির প্রাক্তন বিধায়ক ব্রিজেশ মের্জা ৷

দেশে কোরোনার বর্তমান পরিস্থিতির উপর নজর দিয়ে আজ সদর দপ্তরে বড় করে অনুষ্ঠান করতে চাইছে না BJP ৷ প্রাক্তন কংগ্রেস বিধায়ক সমর্থকদের BJP কার্যালয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে না ৷ পাঁচ প্রাক্তন কংগ্রেস বিধায়কের আজ BJP-তে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকের মাধ্যমে তা ঘোষণা করা হবে দলের তরফে ৷

Last Updated : Jun 27, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.