ETV Bharat / bharat

কাশ্মীরে আরও 25 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত কেন্দ্রের

author img

By

Published : Aug 2, 2019, 3:02 AM IST

Updated : Aug 2, 2019, 11:09 AM IST

ছবিটি প্রতীকী

শনিবার কাশ্মীরে অতিরিক্ত 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র ৷ এক সপ্তাহের মধ্যে আরও 250 কম্পানি আধাসামরিক বাহিনী পাঠানোর তোড়জোড় চলছে ৷

শ্রীনগর ও দিল্লি, 2 অগাস্ট : নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করতে শনিবার কাশ্মীরে 10 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েন করা হয়েছিল ৷ এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কাশ্মীরে ফের 25 হাজার আধাসামরিক জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ সূত্রের খবর, গতকাল সকাল থেকেই কাশ্মীরে পৌঁছাতে শুরু করেছে বাহিনী ৷ তাদের রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ৷

জঙ্গি দমন অভিযানের তীব্রতা বাড়াতে ও অনুপ্রবেশ আটকাতে শনিবার (27 জুলাই) কাশ্মীরে অতিরিক্ত 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু'দিনের কাশ্মীর সফর শেষে ফেরার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সূত্রের খবর, একাধিক পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন ডোভাল ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং জানিয়েছিলেন, উত্তর কাশ্মীরে পর্যাপ্ত বাহিনী নেই ৷ সেজন্য অতিরিক্ত বাহিনীর প্রয়োজন রয়েছে ৷ এরপর গতকাল ফের কাশ্মীরে 250 কম্পানি আধাসামরিক বাহিনীর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

এই সংক্রান্ত আরও খবর : ডোভালের সফর শেষেই কাশ্মীরে 100 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

যদিও তড়িঘড়ি কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান পাঠানোর সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ বুধবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন, সংবিধানের 35A ধারা বাতিলের কোনও পরিকল্পনা নেই ৷ 35 A ধারা অনুসারে, স্থায়ী বাসিন্দা ছাড়া বহিরাগতরা রাজ্যে স্থাবর সম্পত্তি কিনতে ও তার মালিক হতে পারবে না ৷

প্রসঙ্গত, রবিবার (4 অগাস্ট) পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রয়েছে ৷ সরকারের বক্তব্য, প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত ৷ আবহাওয়া অফিসের খবর, আগামী কয়েকদিনে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না ৷ যাত্রার নিরাপত্তায় 400 কম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে ৷ সূত্রের খবর, সেখানে থেকে বাহিনী সরিয়ে আইন-শৃঙ্খলার কাজে মোতায়েন করা হবে ৷ রাজ্যের নিরাপত্তা বাহিনীকে তৈরি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যে গতকাল দু'দিনের কাশ্মীর সফরে শ্রীনগরে গিয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সেনা প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ৷

অন্যদিকে, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ চলতি বছরের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন করার আর্জি জানান ৷ যদিও সংবিধানের 35A ধারা (ও 370 ধারা) নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না সে বিষয়ে কোনও মন্তব্য করেননি ওমর ৷ তবে তিনি জানান, যে কোনও আলোচনাতেই 35A ও 370 ধারা সহ সব বিষয় উত্থাপন করতে হবে ৷

Jamshedpur (Jharkhand), 01 Aug (ANI): Two accused were arrested in Jharkhand's three-year-old girl rape and murder case. Deputy Superintendent of Police, Rail Mustafa Ansari, said, "2 accused have been arrested. One of the accused is a psycho killer, he has been jailed earlier in similar cases. Head of victim not recovered yet." A three-year-old girl was allegedly raped and beheaded by two men after abducting her from a platform of the Tatanagar railway station in Jharkhand. Police recovered the torso of the girl from the Telco police station area in Jamshedpur on Tuesday night.


Last Updated :Aug 2, 2019, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.