ETV Bharat / bharat

সাড়ে তিন হাজারের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃতের সংখ্যাও

author img

By

Published : Jan 20, 2021, 1:52 PM IST

Updated : Jan 21, 2021, 12:04 PM IST

বেশ কয়েকদিন ধরেই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাটা 15 হাজারের মধ্যে ঘোরা ফেরা করছে । সুস্থতার হার তুলনামূলক বেশি ।

গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বগামী, তবে নিয়ন্ত্রণে
গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বগামী, তবে নিয়ন্ত্রণে

দিল্লি, 20 জানুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 13 হাজার 823 জন । মঙ্গলবার দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 10 হাজার 64 । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 কোটি 5 লাখ 95 হাজার 660 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 162 জনের মৃত্যু হয়েছে । গতকাল মৃত্যু হয়েছিল 137 জনের । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 52 হাজার 718 জনের । গত 24 ঘণ্টায় 16 হাজার 988 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 2 লাখ 45 হাজার 741 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 97 হাজার 201 ।

আরও পড়ুন : আজ থেকে ছয় দেশে কোরোনার টিকা সরবরাহ করবে ভারত

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 19 লাখ 94 হাজার 977 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 94 হাজার 839 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে 9 লাখ 33 হাজার 77 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 13 হাজার 12 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 86 হাজার 245 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 77 হাজার 443 জন ।

Last Updated : Jan 21, 2021, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.