ETV Bharat / bharat

ফের কমল দৈনিক সংক্রমণের হার, টিকা পেয়েছে 16 লাখের বেশি

author img

By

Published : Jan 25, 2021, 12:46 PM IST

দেশে কমল সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা
দেশে কমল সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা

দেশে দৈনিক সংক্রমণের হার 1.73 শতাংশ ও সুস্থতার হার 96.83 শতাংশ । টিকা পেল 16 লাখ 15 হাজার 504 জন ।

দিল্লি, 25 জানুয়ারি : দেশে ফের কমল দৈনিক সংক্রমণের হার । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 13 হাজার 203 জন । রবিবার সংক্রমিতের সংখ্যা ছিল 14 হাজার 256 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 6 লাখ 67 হাজার 736 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 131 জনের । গতকাল 155 জনের মৃত্যু হয়েছিল । এনিয়ে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 53 হাজার 470 জনের । গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 13 হাজার 298 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 3 লাখ 30 হাজার 84 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 84 হাজার 182 ।

আরও পড়ুন : কোরোনা প্রতিরোধে পিঁপড়ের সস !

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 9 হাজার 106 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 12 হাজার 264 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 36 হাজার 51 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 16 হাজার 325 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 87 হাজার 10 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 78 হাজার 387 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.