ETV Bharat / bharat

আফগানিস্তানে মৃত্যু 11 তালিবান জঙ্গির

author img

By

Published : May 18, 2020, 8:42 PM IST

পূর্ব পাকতিয়া প্রদেশে গুলির লড়াইয়ে মৃত ছয় তালিবান জঙ্গির মধ্যে একজন পাকিস্তানের নাগরিক । এই লড়াইয়ে দুই আফগান সেনাও আহত হয়েছেন।

taliban terrorists
তালিবান সন্ত্রাসবাদী

কাবুল , 18 মে : আফগানিস্তানে মৃত্যু হল 11 তালিবান জঙ্গির । একদিকে পূর্ব পাকতিয়া প্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ছয় তালিবান জঙ্গির । অন্যদিকে মাইন পুঁততে গিয়ে বিস্ফোরণে আরও পাঁচ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে ।

পূর্ব পাকতিয়া প্রদেশে গুলির লড়াইয়ে মৃত ছয় তালিবান জঙ্গির মধ্যে একজন পাকিস্তানের নাগরিক । এই লড়াইয়ে দুই আফগান সেনাও আহত হয়েছেন।

এছাড়া পশ্চিম ফারহা প্রদেশে মাইন পুঁততে গিয়ে আরও পাঁচ তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে । কোয়ালা-ই-কাহ জেলায় মেন রোডে মাইন পুঁততে গেলে তা ফেটে যায় । সেখানেই মৃত্যু হয় পাঁচজনের ।

তালিবান জঙ্গিরা এই ঘটনার সত্যতা স্বীকার করেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.