ETV Bharat / bharat

Bharat Biotech receives approval : জরুরি ভিত্তিতে 12 বছর বয়সিরাও পাবে করোনা টিকা, অনুমোদন পেল ভারত বায়োটেক

author img

By

Published : Dec 25, 2021, 10:47 PM IST

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন 12 থেকে 18 বছর বয়সিদের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে (Bharat Biotech receives emergency use approval from DCGI for kids aged 12-18 years) ৷

Bharat Biotech receives approval
Bharat Biotech receives approval

নয়াদিল্লি, 25 ডিসেম্বর : বড়দিনের রাতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আগামী 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সিদের কোভিড-19 ভ্যাকসিনেশন ৷ কিছুক্ষণ আগেই ডিসিজিআইয়ের তরফে 12 থেকে 18 বছর বয়সিদের জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার অনুমোদন পেয়েছে ভারত বায়োটেক ৷ তারপরই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ ফলে আগামী 3 জানুয়ারি থেকে কোভ্যাকসিনের টিকা পাবে দেশের কিশোর প্রজন্ম ৷ তবে ড্রাগ কন্ট্রোলারের অনুমতি পাওয়ায় 12 বছর বয়সিরাও জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাবে (Bharat Biotech receives emergency use approval from DCGI for kids aged 12-18 years) ৷

এবার থেকে 12 বছরের ঊর্ধ্বে থাকা ছেলেমেয়েদের করোনা ভ্যাকসিন দেওয়ার অনুমতি পাওয়া গেল ৷ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন 12 থেকে 18 বছর বয়সিদের জন্য ব্যবহার করার অনুমতি দিয়েছে ৷ ভারতীয় ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে জরুরি ভিত্তিতে শিশুদের কোভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷ এরপর 2 থেকে 3টি পর্যায়ে এর ট্রায়াল হয় ৷ ভ্যাকসিন ট্রায়ালকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল ৷ 2-6 বছর বয়সি, 6 থেকে 12 এবং 12 থেকে 18 বছর বয়সিদের মধ্যে ৷ অবশেষে 12 থেকে 18 বছর বয়সিদের টিকা দেওয়ার অনুমতি পেয়েছে হায়দরাবাদে অবস্থিত এই সংস্থা ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন সংক্রমণ ৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা 400 ছাড়িয়েছে ৷ আক্রান্তদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে ৷ করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে গোটা দেশ ৷ এই আশঙ্কার মাঝেই ডিসিজিআইয়ের এই অনুমোদন স্বস্তি দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.