ETV Bharat / bharat

Intranasal Covid Vaccine: কো-উইনেও এবার মিলবে ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন

author img

By

Published : Dec 23, 2022, 2:02 PM IST

Intranasal Covid Vaccine
ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন

করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্টের (BF 7 Variant) সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক ভারত সরকার ৷ এই পরিস্থিতিতে বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য ভারত বায়োটেকের (Bharat Biotech) ইন্ট্রান্যাজাল কোভিড ভ্যাকসিনের (Intranasal Covid Vaccine) অনুমোদন দেওয়া হয়েছে ৷ শুক্রবার সন্ধ্যা থেকেই এই ভ্যাকসিন পাওয়া যাবে কো-উইই প্ল্যাটফর্মে (Co-WIN Platform) ৷

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: ভারত বায়োটেকের (Bharat Biotech) ইন্ট্রান্যাজাল কোভিড ভ্যাকসিনকে (নাকের মাধ্যমে দেওয়া যাবে এই ভ্যাকসিন) অনুমোদন দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ 18 বছর বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ হিসাবে এই ভ্যাকসিন দেওয়া যাবে ৷ বৃহস্পতিবার সরকারি সূত্র থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷

যেহেতু এই ভ্যাকসিন নাকের মাধ্যমে দেওয়া হবে, তাই এর সঙ্গে সূচের কোনও সম্পর্ক নেই ৷ এই ভ্যাকসিন বেসরকারি কেন্দ্রে পাওয়া যাবে । শুক্রবার সন্ধ্যা থেকে কো-উইন প্ল্যাটফর্মে (Co-WIN Platform) এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে ওই সরকারি সূত্র থেকে জানানো হয়েছে ৷ গত নভেম্বরেই এই ইন্ট্রান্যাজাল কোভিড ভ্যাকসিন (BBV154)-এর অনুমোদন দিয়েছিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India) ৷ তবে এখনও পর্যন্ত 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছিল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চিনে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ এবার করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্টে (BF 7 Variant) সংক্রামিত হচ্ছেন চিনের মানুষ৷ ধীরে ধীরে অন্য দেশেও ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়্যান্ট ৷ ইতিমধ্যে আমেরিকা, ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ভ্যারিয়্যান্ট । চিনের পরিস্থিতি ভয়াবহ হলেও অন্য দেশে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি ৷

ভারতে চলতি বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে অন্তত চারজন করোনার এই ভ্যারিয়্যান্টে (Covid New Variant) আক্রান্ত হয়েছে এই দেশে ৷ এর মধ্যে গুজরাতে তিনজন আক্রান্ত হয়েছেন ৷ আর চতুর্থ আক্রান্তকে পাওয়া যায় ওড়িশায় ৷ স্বাস্থ্য দফতর সূত্র বলছে, এই চারজন রোগীই সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ।

তার পরও এই নিয়ে আগে থেকেই সতর্ক সরকার ৷ বিএফ 7 নিয়ে সারা বিশ্বের পরিস্থিতির কথা মাথায় রেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দেশের চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন ৷ রাজ্যগুলিকে কোভিড বিধিগুলি কঠোরভাবে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে । মানুষকে মাস্ক পরতে, স্যানিটাইজার ব্যবহার করতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে ।

একই সঙ্গে আসন্ন উৎসবের মরশুমে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে । কেন্দ্রের তরফে ভারত ও চিনের মধ্যে ফ্লাইটের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে 2 শতাংশের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

তার সঙ্গে ভারত বায়োটেকের এই ইন্ট্রান্যাজাল কোভিড ভ্যাকসিনের (Intranasal Covid Vaccine) অনুমোদন দিয়েছে সরকার ৷ আজ, শুক্রবার সন্ধ্যা থেকেই যা পাওয়া যাবে সরকারি কো-উইন প্ল্যাটফর্মেও ৷

আরও পড়ুন: করোনার বিএফ 7 ভ্যারিয়্যান্ট নিয়ে কেন ভারত এত সতর্ক ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.