ETV Bharat / bharat

Dussehra 2023: দেশের সেরা দশেরা ! বিজয়া দশমী থেকে রাবণ বধ, রইল সেরা জায়গার হদিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 3:01 PM IST

ভারতবর্ষের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম দশেরা উৎসব । বিভিন্ন জায়গায় দশেরা বিভিন্নরকমভাবে পালিত হয় ৷ আপনি চাইলে সেইসব জায়গায় গিয়ে এবার দশেরা উদযাপন করতে পারেন ৷ রইল আপনার জন্য রকমারি দশেরা পালনের 5 জায়গার হদিশ ৷

Etv Bharat
বিজয়া দশমী থেকে রাবণ বধ

হায়দরাবাদ, 1 অক্টোবর: দশেরা ভারতের অন্যতম উৎসব ৷ যা দেশকে সম্প্রীতি ও আনন্দের চেতনায় একত্রিত করে ৷ মন্দকে দূরে সরিয়ে বিজয়ের ইতিবাচক বার্তাকে চিহ্নিত করতে আড়ম্বরের সঙ্গে উদযাপন করা হয় দশেরা ৷ আপনি যদি দশেরার সময় পরিবার ও বন্ধুদের নিয়ে সেরা জায়গাগুলি দেখার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল কিছু কয়েকটি সন্ধান ৷

কলকাতা : কলকাতা বা যেখানে দুর্গাপুজো হয় সেখানেই দশেরা বিজয়া দশমী হিসেবে পরিচিত ৷ এই দিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে ৷ জেলার পুজো থেকে শুরু করে শহর কলকাতা, দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গে যেন এই সময় একটি বিশাল কার্নিভাল চলে ৷ এই বিজয়া দশমী বা দশেরার দিন শোভাযাত্রা সহকারে সপরিবারে দেবী দুর্গাকে বিসর্জনের জন্য নদীতে আনা হয় ৷ এই দিন বিবাহিত মহিলারা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর দিয়ে বরণ করার পর নিজেরা সিঁদুর খেলায় মেতে ওঠেন ৷ একে অপরকে মিষ্টিমুখ করান ৷ সমগ্র উৎসবটি নাচ, গানে উদযাপিত হয় ৷ থাকে সুস্বাদু খাবার, রকমারি মিষ্টি ।

কুল্লু : হিমাচল প্রদেশের কুল্লুতে দশেরা উৎসব উদযাপন অনন্য শৈলীর জন্য পরিচিত ৷ শহরের মানুষ এই অনুষ্ঠান উদযাপনের জন্য একত্রিত হয় ৷ স্থানীয় দেবদেবীদের মণ্ডপ থেকে আনা হয় রাজপথে, শহরের চারপাশে প্যারেড করা হয় ৷ সপ্তাহব্যাপী চলা এই অনুষ্ঠানটির মূল আকর্ষণ, রথের উপর ভগবান রঘুনাথ ও অন্যান্য দেবতাদের বসিয়ে কুচকাওয়াজের মাধ্যমে ঘোরানো ৷ ধলপুর ময়দান এই অনুষ্ঠানের প্রধান সমাবেশস্থল ৷

বারাণসী : দশেরা একটি মহান ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয় বারাণসীতে ৷ শহরটি বিভিন্ন গঙ্গার ঘাটের জন্য পরিচিত ৷ যা উৎসবের সময় হাজার হাজার প্রদীপ দিয়ে আলোকিত হয় ৷ এখানকার মানুষ রাবণের কুশপুতুল পুড়িয়ে দিনটি উদযাপন করে ৷

মাইসোর : এই শহরে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম হল দশেরা ৷ 10 দিন ধরে চলা এই অনুষ্ঠান মাইসোর দশেরা বা নবরাত্রি নামে পরিচিত ৷ 10 দিনের দিন অর্থাৎ উদযাপনের শেষ দিন বিজয়া দশমী নামেও পরিচিত এখানে ৷ মাইসোরের দশেরা শোভাযাত্রার জন্য বিখ্যাত ৷ যেটা মাইসোর থেকে শুরু হয়ে বান্নিমন্তপে শেষ হয় ৷ শোভাযাত্রাটি সুন্দরভাবে সজ্জিত হয় হাতি, ঘোড়া ও রঙিন ঐতিহ্যবাহী পোশাকের লোকেদের নিয়ে ৷

কোটা : এই শহরে দশেরা মেলা নামে পরিচিত দশেরার অনুষ্ঠান ৷ এটা এই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ৷ দশেরার দিনে মেঘনাথ, কুম্ভকর্ণ ও রাবণের 75 ফুট লম্বা মূর্তি পোড়ানো হয় ৷ লোকেরা আকর্ষণীয় জামাকাপড় পরে ভগবান রামের কাছে প্রার্থনা করেন ৷ এরপর বর্ণাঢ্য কুচকাওয়াজ শুরু হয় ৷ যেখানে স্থানীয় বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের জন্য একটি প্রধান সুযোগ পান ৷ এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয় ৷ সারা দেশ থেকে প্রখ্যাত শিল্পীরা যোগ দেন এই অনুষ্ঠানে ৷

আরও পড়ুন : পিতৃপক্ষে পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে কী কী করণীয়, এই সময় কোন কাজ অশুভ? জানুন বিস্তারিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.