ETV Bharat / bharat

Chardham Yatra 2023: গঙ্গোত্রী দর্শনে গিয়ে মৃত্যু হাওড়ার তীর্থযাত্রীর

author img

By

Published : Apr 26, 2023, 11:56 AM IST

Etv Bharat
গঙ্গোত্রী দর্শনে গিয়ে মৃত্যু বাঙালি পর্যটকের

চারধাম যাত্রায় মৃত্যু হল বাঙালি পুণ্যার্থীর ৷ তিনি হাওড়া বেলুড় মঠ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে চারধাম যাত্রা শুরুর চারদিনে চারজন তীর্থযাত্রীর মৃত্যু হল ৷

উত্তরকাশী (উত্তরাখণ্ড), 26 এপ্রিল: চারধাম যাত্রায় ফের মৃত্যু তীর্থযাত্রীর ৷ মঙ্গলবার ছিল চারধাম যাত্রার চতুর্থ দিন ৷ এদিন গঙ্গোত্রী দর্শন করতে এসে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের এক প্রবীণ তীর্থযাত্রীর ৷ জানা গিয়েছে, প্রদীপ কুমার (75) নামে এই বাঙালি তীর্থযাত্রী হৃদরোগে আক্রান্ত হন ৷ এরপর তাঁকে উদ্ধার করে উত্তরকাশী জেলা হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই প্রবীণ তীর্থযাত্রীর ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি পরিজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

প্রদীপবাবু পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুড় মঠের গিরিশ ঘোষ রোড ডি ব্লকের বাসিন্দা ৷ তিনি জেলা সদর থেকে 1 কিলোমিটার দূরে উজেলির একটি আশ্রমে ছিলেন ৷ মঙ্গলবার বুকে ব্যথার কারণে অজ্ঞান হয়ে পড়েন ৷ তৎক্ষণাৎ তাঁর সহকর্মী ও আশ্রমের কর্মীরা তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা প্রদীপ কুমারকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে ৷

এই নিয়ে চারধাম যাত্রায় এটি চতুর্থ মৃত্যু ৷ যাত্রা শুরুর চারদিনে চারজন তীর্থযাত্রীর মৃত্যু হল ৷ একই সময়ে অক্সিজেনের অভাব ও হার্ট অ্যাটাকের কারণে গত বছর বিপুল সংখ্যক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল ৷ তবে এবার চারধামে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানায় উত্তরাখণ্ডের সরকার৷ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে চিকিৎসক দল ৷ একইসঙ্গে চারধাম যাত্রায় আগত পুণ্যার্থীদের মেডিক্যাল রিপোর্ট সঙ্গে আনার জন্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে ৷

তবে চারদিনে চারজন পুণ্যার্থীর মৃত্যুতে কোথাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ এহেন অঘটনকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবেও দেখছেন অনেকে ৷ এই দুর্গম ও উঁচু উচ্চতায় যাওয়ার আগে সকল পুণ্যার্থীদের শারীরিক পরীক্ষা করা হয় ৷ সেখানে বয়সের পাশাপাশি ফিট সার্টিফিকেট-সহ সব বিষয় দেখার পর তবেই অনুমতি মেলে ৷ সেক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে জেনেও কীভাবে চারধাম যাত্রার অনুমতি দিল প্রশাসন ?

আরও পড়ুন : যাত্রা শুরুতেই অঘটন! যমুনোত্রী দর্শনের পথে মৃত প্রৌঢ়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.