ETV Bharat / bharat

তৃণমূলের হয়ে প্রচারে বঙ্গে আসছেন এনসিপির শরদ পওয়ার

author img

By

Published : Mar 25, 2021, 4:08 PM IST

Updated : Mar 25, 2021, 5:33 PM IST

এনসিপি সূত্রের খবর, প্রথম পর্বে পশ্চিমবঙ্গে তিনদিন প্রচার করবেন মারাঠি এই রাজনৈতিক নেতা ৷ দোল-হোলি মিটে যাওয়ার পর তিনি প্রচারে নামবেন ৷ সেই সময় তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে পারেন ৷

তৃণমূলের হয়ে প্রচারে বঙ্গে আসছেন এনসিপির শরদ পওয়ার
তৃণমূলের হয়ে প্রচারে বঙ্গে আসছেন এনসিপির শরদ পওয়ার

নয়াদিল্লি, 25 মার্চ : এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে নামতে চলেছেন শরদ পওয়ার ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে নামছেন বলে ওই দলের সূত্রে জানা গিয়েছে ৷

এনসিপি সূত্রের খবর, প্রথম পর্বে পশ্চিমবঙ্গে তিনদিন প্রচার করবেন মারাঠি এই রাজনৈতিক নেতা ৷ দোল-হোলি মিটে যাওয়ার পর তিনি প্রচারে নামবেন ৷ সেই সময় তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে পারেন ৷

উল্লেখ্য, মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা ও এনসিপির জোট সরকার চলছে ৷ সেই জোট সরকার বা মহা বিকাশ আগাড়ির স্টার ক্যাম্পেনার হিসেবে নামও রয়েছে শরদ পওয়ারের ৷ অথচ তিনি পশ্চিমবঙ্গের প্রচারে সেই জোটেরই এক শরিক দলের বিরুদ্ধে নামতে চলেছেন ৷ কারণ, কংগ্রেস লড়াই করছে তৃণমূলের বিপক্ষে ৷

যদিও এনসিপির এই নেতা যাতে বঙ্গ-ভোটের প্রচারে তৃণমূলের হয়ে না নামেন, তার জন্য কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য তাঁকে চিঠিও লিখেছিলেন ৷ এতে মানুষের কাছে ভুলবার্তা যাবে বলে ওই চিঠিতে প্রদীপবাবু দাবি করেছিলেন ৷

আরও পড়ুন : সংখ্যালঘু ভোট ভাগ করতে বিজেপির থেকে টাকা নিয়েছে মোর্চা: মমতা

তবে পশ্চিমবঙ্গে ভোটের সঙ্গে সামগ্রিক ভাবে দেশের রাজনৈতিক সমীকরণের কোনও মিল নেই ৷ কারণ, দেশে বিজেপি বিরোধী জোট ইউপিএ-র নেতৃত্বে কংগ্রেস ৷ সেখানে যে সমস্ত দলগুলি রয়েছে, তার মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ৷ সেই তালিকায় এনসিপি ছাড়াও রয়েছে শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও আরজেডি ৷ আরজেডি নেতা তেজস্বী যাদব কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও করে গিয়েছেন ৷

Last Updated : Mar 25, 2021, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.